Rishabh Pant Health Update: কেমন আছেন পন্থ? কবে হাসপাতাল থেকে মিলবে ছুটি? জেনে নিন মেডিক্যাল আপডেট
গত ৩০ ডিসেম্বর দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়ি ধাক্কা মারে হাইয়ের ডিভাইডারে। কোনওক্রমে প্রাণ বাঁচেন ঋষভ। প্রথমে দেরাদুনের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঋষভ পন্থের (Rishabh Pant) পরিবার ও তাঁর অনুরাগীদের জন্য সুখবর। দুই হাঁটুর তিনটি লিগামেন্টে অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ আছেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা উইকেটকিপার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে, আগামি দুই সপ্তাহের মধ্যেই মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট (Kokilaben Dhirubhai Ambani Hospital) থেকে ছুটি পাবেন তিনি। তাঁর চিকিৎসকদের দাবি, আর নতুন করে অস্ত্রোপচারের প্রয়োজন নেই।
বিসিসিআই-এর (BCCI) একটি সূত্রের দাবি, "ঋষভ পন্থের হাঁটুর তিনটি লিগামেন্টই (অ্যান্টেরিয়র ক্রুসেট লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুসেট লিগামেন্ট ও মেডিক্যাল কোলাটেরাল লিগামেন্ট) ছিঁড়ে গিয়েছিল। এই তিন লিগামেন্টে এসিএল, পিসিএল এবং এমসিএল-এ ফের অস্ত্রোপচার করা হয়েছে। তবে এসিএল ও এমসিএল ঠিক করার জন্য প্রয়োজন আরও একটি অস্ত্রোপচার। তবে এখনই সেই অস্ত্রোপচার করার দরকার নেই।"
I am humbled and grateful for all the support and good wishes. I am glad to let you know that my surgery was a success. The road to recovery has begun and I am ready for the challenges ahead.
Thank you to the @BCCI , @JayShah & government authorities for their incredible support.
— Rishabh Pant (@RishabhPant17) January 16, 2023
ফলে বুঝতে অসুবিধা নেই যে ঋষভের মাঠে ফিরতে প্রায় ছয় মাসের বেশি সময় লেগে যাবে। শোনা যাচ্ছে এখন অনেকটা সুস্থবোধ করছেন ঋষভ। তাই তাঁকে আগামি দুই সপ্তাহের মধ্যে ছুটি দেওয়া হতে পারে। এরপর তাঁর রিহ্যাব শুরু হবে।
আরও পড়ুন: Exclusive, Lionel Messi: মেসির আর্জেন্টিনা বাংলাদেশে আসছে! নাকি কাজী সালাউদ্দিন স্টান্টবাজি করেছেন?
আরও পড়ুন: Rafael Nadal, Australian Open 2023: ইন্দ্রপতন! ছিটকে গেলেন গতবারের জয়ী নাদাল, কাঁদলেন তাঁর স্ত্রী
এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক সেই বোর্ড কর্তা ফের বলেন, "লিগামেন্ট পুরো ঠিক হতে অন্তত চার-ছয় সপ্তাহ সময় লেগে যায়। এরপর ওকে সুস্থ করে তোলার জন্য রিহ্যাবের মধ্যে দিয়ে যেতে হবে। রিহ্যাব ও পেশির জোর বাড়ানোর জন্য ঋষভের আরও দুই মাস লাগতে পারে। সেই পর্ব মিটে যাওয়ার পরেই ও মাঠে নামতে পারবে। ফলে চার-ছয় মাসের আগে ওর পক্ষে মাঠে নামা কিছুতেই সম্ভব নয়।"
From the bottom of my heart, I also would like to thank all my fans, teammates, doctors and the physios for your kind words and encouragement. Looking forward to see you all on the field. #grateful #blessed
— Rishabh Pant (@RishabhPant17) January 16, 2023
— Rishabh Pant (@RishabhPant17) January 16, 2023
গত ৩০ ডিসেম্বর দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়ি ধাক্কা মারে হাইয়ের ডিভাইডারে। কোনওক্রমে প্রাণ বাঁচেন ঋষভ। প্রথমে দেরাদুনের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁকে উড়িয়ে আনা হয় মুম্বইয়ে। বর্তমানে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভরতি তিনি। দিন কয়েক আগেই লিগামেন্টে টানা তিন ঘণ্টার অস্ত্রোপচার হয় তাঁর। তারপর প্রথমবার সাপোর্টে ভর করে বিছানা ছেড়ে উঠেও দাঁড়িয়েছিলেন ২৫ বছরের তারকা। এরপর ১৭ দিনের মাথায় নিজের সুস্থতার কথা টুইটারে জানিয়েছিলেন এই তারকা।
কোন কোন সিরিজে নেই ঋষভ পন্থ? একনজরে দেখে নিন.....
ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজ (৩টি একদিনের ম্যাচ ও ৩টি টি-টোয়েন্টি, জানুয়ারি ও ফেব্রুয়ারি)
ভারত বনাম অস্ট্রেলিয়া (৪টি টেস্ট ও ৩টি একদিনের ম্যাচ, ফেব্রুয়ারি-মার্চ)
২০২৩ সালের আইপিএল (এপ্রিল-মে)
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (যদি ভারত কোয়ালিফাই করে, জুন)
ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর (জুলাই)
এশিয়া কাপ (সেপ্টেম্বর)
২০২৩ সালের আইসিসি বিশ্বকাপ (লিগামেন্টের অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে, অক্টোবর-নভেম্বর)