Team India: ১৮ জানুয়ারি থেকে ফের মাঠে রোহিতরা! ভারতে দুই মহাশক্তিধর; নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া

India’s Full schedule for New Zealand and Australia series at home: শ্রীলঙ্কা অতীত। এবার ভারতে আসছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড ও প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। ভারতে ক্রিকেটের দুই মহাশক্তিধর দেশ। এবারই আসল পরীক্ষা রোহিত শর্মাদের।

Updated By: Jan 15, 2023, 08:54 PM IST
Team India: ১৮ জানুয়ারি থেকে ফের মাঠে রোহিতরা! ভারতে দুই মহাশক্তিধর; নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া
এবার নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ভারতে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (The Board of Control for Cricket in India, BCCI) গত ডিসেম্বরেই ক্রিকেট ফিয়েস্তার ঘোষণা করে দিয়েছিল। আগামী বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত রোহিত শর্মারা (Rohit Sharma) নিজেদের ঘরের মাঠে লাগাতার ক্রিকেট খেলবেন। ভারত সফরে ক্রিকেটের হেভিওয়েটরা। এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে টি-২০ ও ওয়ানডে সিরিজে চুনকাম করেছে টিম ইন্ডিয়া। এবার আসছে দুই মহাশক্তিধর; নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। চেতন শর্মার (Chetan Sharma) জাতীয় নির্বাচক কমিটি, কিউয়িদের বিরুদ্ধে সাদা বলের সিরিজের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া টেস্টের জন্যও দল বেছে নিয়েছে। ঈশান কিশান (Ishan Kishan) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) টেস্ট দলে ডাক পেয়েছেন। এই প্রতিবেদনে দেখে নিন সম্পূর্ণ সূচি ও দুই সিরিজের জন্য় ভারতের দল।

আরও পড়ুন: IND vs SL: শ্রীলঙ্কাকে চুনকাম করে একদিনের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় জয় ভারতের

নিউজিল্যান্ডের ভারত সফরের সূচি:
১৮ জানুয়ারি, প্রথম ওয়ানডে, হায়দরাবাদ
২১ জানুয়ারি, দ্বিতীয় ওয়ানডে, রায়পুর
২৪ জানুয়ারি, তৃতীয় ওয়ানডে, ইন্দোর

২৭ জানুয়ারি, প্রথম টি-২০, রাঁচি
২৯ জানুয়ারি, দ্বিতীয় টি-২০, লখনউ
১ ফেব্রুয়ারি, তৃতীয় টি-২০, আহমেদাবাদ

অস্ট্রেলিয়ার ভারত সফরের সূচি:
৯-১৩ ফেব্রুয়ারি, প্রথম টেস্ট, নাগপুর
১৭-২১ ফেব্রুয়ারি, দ্বিতীয় টেস্ট, দিল্লি
১-৫ মার্চ, তৃতীয় টেস্ট, ধরমশালা
৯-১৩ মার্চ, চতুর্থ টেস্ট, আহমেদাবাদ
 
১৭ মার্চ, প্রথম ওয়ানডে, মুম্বই
১৯ মার্চ, দ্বিতীয় ওয়ানডে, বিশাখাপত্তনম
২২ মার্চ, তৃতীয় ওয়ানডে, চেন্নাই

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের একদিনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএস ভরত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ  ও উমরান মালিক 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), ঈশান কিশান,  (উইকেটকিপার), রুতুরাজ গায়কওয়াড়, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, উমরান মালিক , শিবম মাভি, পৃথ্বী শাহ ও মুকেশ কুমার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত, ঈশান কিশান, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও  সূর্যকুমার যাদব।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.