পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত

এবার জিতলে আটবার এই টুর্নামেন্ট জেতা হয়ে যাবে ভারতীয় ফুটবল দলের।

Updated By: Sep 12, 2018, 09:10 PM IST
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত

নিজস্ব প্রতিনিধি : সাফ কাপ ফুটবলে গত পাঁচ বছরে মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান। কিন্তু শেষমেশ যখন এই টুর্নামেন্টে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ মুখোমুখি হল, তখন ভারত নিজের শক্তি জাহির করল। পাকিস্তানকে ৩-১ গোলে হারাল ভারত। ঢাকায় সাফ কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে এই জয় পেল ভারতীয় ফুটবল দল।

আরও পড়ুন-  বিশ্বকাপের আগে আচমকা অবসর ঘোষণা করলেন সর্দার সিং

স্টিফেন কনস্ট্যানটাইনের তত্ত্বাবধানে সাফ কাপে খেলতে নেমেছে গতবারের চ্যাম্পিয়ন ভারত। এবার জিতলে আটবার এই টুর্নামেন্ট জেতা হয়ে যাবে ভারতীয় ফুটবল দলের। অন্যদিকে, তিন বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরে ভালই পারফর্ম করছিল পাকিস্তান। ভূটান ও নেপালকে হারিয়ে তারা সাফ কাপের সেমিফাইনালে উঠেছিল। কিন্তু ভারতের বিরুদ্ধে তাল কাটল। শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ২৩ দল দারুন পারফরম্যান্স করেছিল। শনিবার মালদ্বীপের বিরুদ্ধএ ফাইনাল খেলতে নামবে ভারত।

আরও পড়ুন-  অ্যান্ডারসনকে ৬০০ উইকেটের চ্যালেঞ্জ ম্যাকগ্রার

এদিন ভারতের হয়ে গোল করেন মনভীর সিং। ম্যাচের সেরা হন তিনি। পাকিস্তানের একমাত্র গোলটি করেন মহসিন আলি।

.