টেস্টে বিশ্বের এক নম্বর দল ভারত, বিশ্বাসই করেন না ডিন জোন্স

Updated By: Aug 12, 2017, 02:59 PM IST
টেস্টে বিশ্বের এক নম্বর দল ভারত, বিশ্বাসই করেন না ডিন জোন্স

ওয়েব ডেস্ক: এইমুহূর্তে আইসিসির বিচারে সেরা টেস্ট খেলিয়ে দেশ ভারত। কিন্তু বিরাট কোহলির দলের এই সেরার তকমা মানতে রাজি নন প্রাক্তন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডিন জোন্স। তাঁর মতে, ভারত তো গত এক দশক ধরে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে খেলেইনি। তাহলে কেন বিরাটের দল এক নম্বরে?

আরও পড়ুন সিরিজের শেষ টেস্টে বিশ্বরেকর্ড করলেন লোকেশ রাহুল

একটি সাক্ষাত্কার দিতে গিয়ে ডিন জোন্স বলেছেন, 'ক্রিকেট খেলায়, এক নম্বর দল বলে কোনও কিছু আমি বিশ্বাসই করি না। ভারতকে এখন আইসিসি এক নম্বর বলছে বটে। তবে, ভারত তো পাকিস্তানের বিরুদ্ধে খেলেইনি। আমি দেখতে চাই ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ হোক। গত দুই-তিন বছরে পাকিস্তান অনেক উন্নতি করেছে। বিশেষ করে পাকিস্তান সুপার লিগ শুরু হওয়ার পর ওদের ক্রিকেটাররা এখন অনেক বেশি পেশাদার।এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিই তার বড় প্রমাণ।'

আরও পড়ুন  শ্রীসন্থকে বাইশ গজে কিছুতেই ফিরতে দিতে চায় না বিসিসিআই

.