শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথমার্ধেও জারি ভারতের ব্যাটিং-দাপট
ওয়েব ডেস্ক: গল বা কলোম্বোর ব্যতিক্রম হল না পাল্লেকেলেতেও। প্রথম দিনের প্রথম সেশনে বল হাতে কোনও দাগই কাটতে পারলেন না লঙ্কার বোলাররা। অনায়াসে ব্যাট চালিয়ে লাঞ্চের আগে বিনা উইকেটে ভারতকে ১৩৪-এ পৌঁছে দিলেন শিখর ধওয়ান ও লোকেশ রাহুল।
তিন টেস্টের সিরিজ ইতিমধ্যেই ২-০-য় জিতে গিয়েছে ভারত। ফলে নিয়মরক্ষার পাল্লেকেলে টেস্টে বলতে গেলে শ্রীলঙ্কার সম্মানরক্ষার লড়াই। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কোহলি। কলোম্বোয় যেখানে ভারতীয় দল ইনিংস শেষ করেছিল এদিন যেন সেখান থেকেই শুরু করেন রাহুল ও ধওয়ান।
And...we are off #TeamIndia #SLvIND pic.twitter.com/mPZLZwmLp6
— BCCI (@BCCI) August 12, 2017
লাঞ্চের সময় শিখর ধওয়ান ৬৪ রান ও লোকেশ রাহুল ৬৭ রানে অপরাজিত রয়েছেন।