বছর শেষে টেস্টে ধোনিরা থার্ড বয়, লক্ষ্ণীলাভ আড়াই লাখ মার্কিন ডলার
আইসিসি টেস্ট র্যাঙ্কিং-এ ইংল্যান্ডের কাছে ফটোফিনিশে হেরে ভারত বছরের শেষটা করল তৃতীয়স্থানেই। একনম্বর জায়গাটা ধরে রাখল দক্ষিণ আফ্রিকা।
একটুর জন্য আইসিসি ক্রমতালিকায় দু নম্বর স্থান পাওয়া হল না ভারতের। অসিদের ৪-০ ব্রাউনওয়াশ করার পর ধোনিদের সামনে টেস্টে সেকেন্ড বয় হওয়ার দারুণ একটা সুযোগ ছিল। সেক্ষেত্রে অকল্যান্ড টেস্টে নিউজিল্যান্ডের কাছে হারতে হত ইংল্যান্ডকে। তবে ম্যাট প্রায়রের দুরন্ত শতরানের সুবাদে নাটকীয় ড্র করে দ্বিতীয় স্থান ধরে রাখল ইংল্যান্ড।
ক্রম তালিকায় সবার আগে থাকল দক্ষিণ আফ্রিকা।
দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে ৪-০ পরাজিত করার পর র্যাঙ্কিং-এ একধাপ এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ভারতের সামনে।
প্রথম হয়ে বছর শেষ করার জন্য দক্ষিণ আফ্রিকা আইসিসির তরফ থেকে চার লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার হিসাবে পাবে। দ্বিতীয় ও তৃতীয় হওয়ার জন্য ইংল্যান্ড ও ভারত পাবে যথাক্রমে তিন লক্ষ ৫০ হাজার ও দু লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার।