অলিম্পিকে জোড়া পদক জয়ের দোরগোড়ায় ভারত!
অলিম্পিকের পদকের খুব কাছাকাছি সানিয়া-বোপান্না জুটি। আর একটা ম্যাচ জিতলেই পদক নিশ্চিত ভারতীয় জুটির। ওয়াটসন-মারে জুটিকে স্ট্রেট সেটে হারিয়ে পদক জয়ের আশা উজ্জ্বল করলেন তাঁরা। খেলার ফল ৬-৪, ৬-৪। সেমিফাইনালে হেরে গেলেও অন্তত ব্রোঞ্জ জয়ের আশা থাকবে ভারতের সামনে।
ওয়েব ডেস্ক : অলিম্পিকের পদকের খুব কাছাকাছি সানিয়া-বোপান্না জুটি। আর একটা ম্যাচ জিতলেই পদক নিশ্চিত ভারতীয় জুটির। ওয়াটসন-মারে জুটিকে স্ট্রেট সেটে হারিয়ে পদক জয়ের আশা উজ্জ্বল করলেন তাঁরা। খেলার ফল ৬-৪, ৬-৪। সেমিফাইনালে হেরে গেলেও অন্তত ব্রোঞ্জ জয়ের আশা থাকবে ভারতের সামনে।
যদিও ম্যাচের শুরুটা মোটেই ভাল হয়নি সানিয়াদের। প্রথম সেটে এগিয়ে ছিলেন মারেরা। তারপর সময় যত এগিয়েছে ততই ম্যাচে জাঁকিয়ে বসেছেন সানিয়া - বোপান্না।
অন্যদিকে, পদকের খুব কাছে চলে এলেন বক্সার বিকাশ কৃষ্ণন। তুরস্কের সিপাল ওন্দারকে হেলায় হারিয়ে শেষ আটে জায়গা করে নিলেন তিনি। ফল ৩-০। ৭৫ কেজি মিডলওয়েট বক্সিং-এ বিকাশের ওপর প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশারই মর্যাদা রাখলেন তিনি। আর একটি ম্যাচ জিততে পারলেই পদক জয় নিশ্চিত করে ফেলবেন বিকাশ।