মার্কিন মুলুকে প্রথম অভিযানে ধোনিদের সিরিজ হারাল বৃষ্টি

Updated By: Aug 29, 2016, 09:00 AM IST
মার্কিন মুলুকে প্রথম অভিযানে ধোনিদের সিরিজ হারাল বৃষ্টি

ওয়েস্ট ইন্ডিজ-১৪৩ (১৯.৪ ওভারে অল আউট) ভারত-১৫/০ (২ ওভারে)
ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। সিরিজ-ও.ইন্ডিজ জিতল ১-০

ওয়েব ডেস্ক: মার্কিন মুলুকে প্রথম সিরিজ খেলতে নেমে  হারল ভারত। ফ্লোরিডায় দ্বিতীয় তথা শেষ টি টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সিরিজ ১-০ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। রবিবার দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে জয়ের সুযোগ ছিল। কারণ রানে ভরা পিচে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৪৩ রানেই অলআউট হয়ে গিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে দু ওভারে ১৫ রান তোলে ভারত। তখনই নামে বৃষ্টি। এরপর আর খেলা শুরু সম্ভব হয়নি।

আরও পড়ুন- রাহুলকে নিয়ে কী বললেন ধোনি?

জলে যায় ধোনিদের সিরিজ সমতা রেখে দেশে ফেরার স্বপ্ন। টেস্ট সিরিজে দুরন্ত জয়ের পর দু ম্যাচেই এই টি২০ সিরিজ হতাশই করল ধোনিদের। কারণ প্রথম ম্যাচে যেভাবে জয় হাতছাড়া হয়েছিল, সেই আফশোস যাওয়ার নয়। তার ওপর আবার দ্বিতীয় টি২০-তে দারুণ বল করেও জয় না আসায় হতাশা বাড়বে।

এদিন দুরন্ত বোলিং করেন অমিত মিশ্র। ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন অমিত। জাতীয় দলে নিজের জায়গা বজায় রাখতে হলে অমিতকে কিছু একটা করে দেখাতেই হত, বিন্নির জায়গায় সুযোগ পেয়েই সেটাই করলেন দিল্লির এই অভিজ্ঞ লেগ স্পিনার।

.