বিশ্বের এক নম্বর দলকে হারিয়ে জোহানেসবার্গে টেস্ট জয়ের হাতছানি ভারতের সামনে

জোহানেসবার্গ টেস্টে জয়ের হাতছানি ভারতের সামনে। চতুর্থ দিনের মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ৩৯৪ রানে এগিয়ে আছে ধোনিবাহিনী। শনিবার সকালে নিজের ১৫০ রান পূর্ণ করেন চেতেশ্বর পূজারা। যদিও ব্যক্তিগত ১৫৩ রানে কালিসের বলে আউট হয়ে প্যাভিলিয়ানে ফিরতে হয় তাঁকে। তৃতীয় উইকেটে ২২২ রান যোগ করেন কোহলি আর পূজারা।

Updated By: Dec 21, 2013, 04:37 PM IST

জোহানেসবার্গ টেস্টে জয়ের হাতছানি ভারতের সামনে। চতুর্থ দিনের মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ৩৯৪ রানে এগিয়ে আছে ধোনিবাহিনী। শনিবার সকালে নিজের ১৫০ রান পূর্ণ করেন চেতেশ্বর পূজারা। যদিও ব্যক্তিগত ১৫৩ রানে কালিসের বলে আউট হয়ে প্যাভিলিয়ানে ফিরতে হয় তাঁকে। তৃতীয় উইকেটে ২২২ রান যোগ করেন কোহলি আর পূজারা।

প্রথম ইনিংসে শতরান পেলেও,মাত্র চার রানের জন্য দ্বিতীয় ইনিংসে শতরান হাতছাড়া করেন বিরাট কোহলি। ৯৬ রানে আউট হন তিনি। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারতের স্কোর ৬ উইকেটে ৩৫৮।

.