IND vs SL: ইন্দোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের সামনে টার্গেট ১৪৩ রানের

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

Updated By: Jan 7, 2020, 08:40 PM IST
IND vs SL: ইন্দোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের সামনে টার্গেট ১৪৩ রানের

নিজস্ব প্রতিবেদন :  চোট সারিয়ে দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরলেন ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ। সেভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও একটি উইকেট নিলেন বুমরাহ। তবে শর্দুল ঠাকুর, নভদীপ সাইনি এবং কুলদীপ যাদবের দুরন্ত বোলিংয়ের সৌজন্যে মাত্র ১৪২ রানেই লঙ্কানদের আটকে রাখল টিম ইন্ডিয়া। ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জয়ের জন্য ভারতীয় দলের সামনে টার্গেট ১৪৩ রানের।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। গুয়াহাটিতে প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলেও দুই  দলই তাদের প্রথম একাদশ অপরিবর্তিত রাখে। শ্রীলঙ্কার হয়ে গুনথিলকা (২০), অভিষ্কা ফার্নান্দো (২২), কুশল পেরেরা (৩৪) ছাড়া বলার মতো রান আর কেউ করতে পারেননি। শর্দুল ঠাকুর নিলেন ৩ উইকেট। নভদীপ সাইনি ও কুলদীপ যাদব ২টি করে উইকেট নিলেন। একটি করে উইকেট নিলেন জশপ্রীত বুমরাহ ও ওয়াশিংটন সুন্দর।

 

.