শূন্যতা রেখেই আজ শুরু `সীমান্ত যুদ্ধ`

পাঁচ বছর পর ফের ভারতের মাটিতে ক্রিকেট সিরিজ খেলতে নামছে পাকিস্তান। এমন একটা সিরিজ শুরুর আগে উত্তেজনার পারদটা সপ্তমে থাকার কথা। কিন্তু ওয়ানডে থেকে সচিনের অবসরের খবরটা কোথাও যেন উত্তেজনার থার্মোমিটারের পারদটা অনেকটা নামিয়ে দিয়েছে। সব আছে কিন্তু যেন কিছু একটা নেই। মঙ্গলবার বেঙ্গালুরুতে ভারত-পাক টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। অথচ রোমাঞ্চের সেই আবহটা নেই। ধোনি-হাফিজরা যেখানেই যাচ্ছেন করা হচ্ছে সেই এক প্রশ্ন। সচিন কে কতটা মিস করবেন?

Updated By: Dec 24, 2012, 09:41 PM IST

পাঁচ বছর পর ফের ভারতের মাটিতে ক্রিকেট সিরিজ খেলতে নামছে পাকিস্তান। এমন একটা সিরিজ শুরুর আগে উত্তেজনার পারদটা সপ্তমে থাকার কথা। কিন্তু ওয়ানডে থেকে সচিনের অবসরের খবরটা কোথাও যেন উত্তেজনার থার্মোমিটারের পারদটা অনেকটা নামিয়ে দিয়েছে। সব আছে কিন্তু যেন কিছু একটা নেই। মঙ্গলবার বেঙ্গালুরুতে ভারত-পাক টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। অথচ রোমাঞ্চের সেই আবহটা নেই। ধোনি-হাফিজরা যেখানেই যাচ্ছেন করা হচ্ছে সেই এক প্রশ্ন। সচিন কে কতটা মিস করবেন? ম্যাচ নিয়ে কী ভাবছেন, প্রথম একাদশ কী হবে, পিচই বা কি রকম এসব প্রশ্ন আসছে অনেক পরে। এই হল `সীমান্ত যুদ্ধ` শুরুর আবহ। যার থিম হতে পারে মৃত্যু আছে, তবু জীবন চলে। সচিন নেই, তবু ওয়ানডে আছে।
চিন্নাস্বামী স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামার আগে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কপালে ভাঁজ ফেলেছে বোলারদের হতশ্রী পারফরম্যান্স। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ব্যাটসম্যানদের পারফরম্যান্স সন্তুোষজনক হলেও বোলারদের মধ্যে একমাত্র অশোক দিন্দা ছাড়া কেউই দাগ কাটতে পারেননি। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচের প্রভাব পড়বে না পাকিস্তানের বিরুদ্ধে। দাবি ধোনির।
পেস বিভাগে দিন্দার সঙ্গে ভুবনেশ্বর কুমার অথবা অভিমন্যু মিঠুন খেলতে পারেন। স্পিন বিভাগে বাদ পড়তে পারেন পীযূষ চাওলা। তাঁর পরিবর্তে খেলতে পারেন রবীন্দ্র জাদেজা। বাকি দল অপরিবর্তিত থাকার সম্ভাবনাই প্রবল। প্রথম চার-পাঁচ ওভারকে গুরুত্ব দিচ্ছে ভারত অধিনায়ক।
 
 
এদিকে পাকিস্তান অধিনায়ক মহম্মদ হাফিজ বেঙ্গালুরুতে জিতে সিরিজ শুরু করতে চান। দলের বোলিং লাইন আপের পাশাপাশি ব্যাটিং লাইন আপের সাম্প্রতিক ফর্ম স্বস্তিতে রেখেছে পাক অধিনায়ককে। হাফিজের দাবি উমর গুল, সোহেল তনভীর, আজমলের মত ম্যাচ উইনিং বোলার তাঁদের রয়েছে। ফলে ম্যাচের আগে এগিয়ে থেকেই তাঁরা শুরু করবে।

.