টি-টোয়েন্টির প্রস্তুতি

শনিবারের সন্ধেয় বিশ্বের একনম্বর টি-টোয়েন্টি দলের বিরুদ্ধে তরুণ ভারতের লড়াই দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টির বোধন হচ্ছে ক্রিকেটের নন্দনকাননে।

Updated By: Oct 28, 2011, 03:41 PM IST

শনিবারের সন্ধেয় বিশ্বের একনম্বর টি-টোয়েন্টি দলের বিরুদ্ধে তরুণ ভারতের লড়াই দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টির বোধন হচ্ছে ক্রিকেটের নন্দনকাননে। দেওয়ালির ছুটির পর হারিয়ে যাওয়া ক্রিকেটের মেজাজ আবার ফিরে আসছে ইডেনে। অন্তত টিকিট বিক্রির হার যেভাবে বাড়ছে, তাতে তারই ইঙ্গিত মিলছে।  শুক্রবার সকালে অনুশীলনে সিরিজের আবিষ্কার আজিঙ্কা রাহানে, নায়ক বিরাট কোহলির সঙ্গে বহুক্ষণ সময় কাটালেন কোচ ফ্লেচার। ব্যাটিংয়ের ভুলভ্রান্তিগুলি একেবারে হাতে ধরে বোঝালেন কোচ। দলের অপশনাল প্র্যাকটিস থাকায় এদিন অনুশীলনে য়োগ দেননি স্পিনার অশ্বিন। অনুশীলনের একেবারে শেষে যোগ দিলেন ভারতীয় ক্রিকেটের নতুন মুখ বরুন অ্যারন। টি-টোয়েন্টি দলে আসা দুই সদস্য ইউসুফ পাঠান ও রবিন উথাপ্পা ছিলেন ফ্লেচার স্যারে অনুশীলনে। ফুটবল প্র্যাকটিসের মধ্যে দিয়ে ফিটনেস বাড়ানো, পরে নেট প্র্যাকটিস। অনুশীলন শেষে বহুদিন পর জাতীয় দলে ফেরা উথাপ্পার গলায় কিন্তু ঘরের মাটিতে ম্যাচ খেলতে নামার আগে প্রতিপক্ষ নিয়ে সমীহের সুর। সমর্থকদে মনে তিনদিন আগের হোয়াইটওয়াশের স্মৃতি এখনও টাটকা থাকলেও,টিম ইন্ডিয়ায় সেই ছবি অতীত। দুদিন ছুটি কাটিয়ে আবার কলকাতায় ফেরা ধোনিবাহিনীর টার্গেট বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে আবার টি-টোয়েন্টিতে নিজেদের হৃতগৌরব পুনরুদ্ধার করা।
 

.