চাই ৮৩, ফাগুনের শুরুতে অশ্বিন ঝড়ে বন্দর শহরে লঙ্কা বেসমাল
শ্রীলঙ্কা-৮২ (১৮ ওভার)
ওয়েব ডেস্ক: বন্দর শহর বিশাপত্তনামে ম্যাচ শুরুর আগেই যেন শেষ করে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। সিরিজের নির্ণায়ক ম্যাচে অশ্বিন যা করলেন তা এশিয়া কাপ শুরুর আগে বড় টনিক হয়ে থাকল। সিরিজ জিততে ভারতকে করতে হবে কুড়ি ওভারে ৮২ রান। বল ঘুরছে ঠিকই, কিন্তু এখান থেকে ধোনিদের জেতা কঠিন হবে এমন কথা কোনও বিশেষজ্ঞই বলছেন না।
শুরুতেই বল করা অশ্বিনের দাপটে মাত্র ২১ রানেই ৫ উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার। মুরলীর দেশের ব্যাটিং লাইন আপ অশ্বিনের স্পিনের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে। মাত্র দুজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেন। ৪ ওভার বল করে অশ্বিন নেন ৪ উইকেট। শ্রীলঙ্কার টপ অর্ডারের প্রথম চার ব্যাটসম্যান অশ্বিনের বলে অসহায় আত্মসমর্পণ করেন। সর্বোচ্চ রান দাসুন শঙ্কার (১৯)। রায়না নেন ২টি উইকেট।