বিদেশিদের টেক্কা দিয়ে কোহলিদের নতুন কোচ হওয়ার লড়াইয়ে দুই ভারতীয়!

বিদেশিদের টেক্কা দিয়ে বিরাট  কোহলিদের নতুন কোচ হওয়ার লড়াইয়ে দুই ভারতীয়। রবি শাস্ত্রী আর অনিল কুম্বলেকে নিয়ে জমে উঠতে পারে বিসিসিআই-এর পরামর্শদাতা কমিটির বৈঠকে। পরামর্শদাতা কমিটির দুই সদস্য সচিন তেন্ডুলকর ও সঞ্জয় জগদালে চাইছেন রবি শাস্ত্রীকে। ভিভিএস লক্ষ্মণেরও আপত্তি নেই। তবে সৌরভ গাঙ্গুলি অনিল কুম্বলের পক্ষে থাকায় কিছুটা দ্বিধায় লক্ষ্মণ। যা পরিস্থিতি তাতে পরামর্শদাতা কমিটির প্রস্তাবিত কোচের তালিকায় শীর্ষে থাকতে পারেন রবি শাস্ত্রী ও অনিল কুম্বলে। যদিও বিসিসিআই কর্তাদের সিংহভাগের পছন্দ রবি শাস্ত্রী।

Updated By: Jun 18, 2016, 07:00 PM IST
বিদেশিদের টেক্কা দিয়ে কোহলিদের নতুন কোচ হওয়ার লড়াইয়ে দুই ভারতীয়!

ওয়েব ডেস্ক: বিদেশিদের টেক্কা দিয়ে বিরাট  কোহলিদের নতুন কোচ হওয়ার লড়াইয়ে দুই ভারতীয়। রবি শাস্ত্রী আর অনিল কুম্বলেকে নিয়ে জমে উঠতে পারে বিসিসিআই-এর পরামর্শদাতা কমিটির বৈঠকে। পরামর্শদাতা কমিটির দুই সদস্য সচিন তেন্ডুলকর ও সঞ্জয় জগদালে চাইছেন রবি শাস্ত্রীকে। ভিভিএস লক্ষ্মণেরও আপত্তি নেই। তবে সৌরভ গাঙ্গুলি অনিল কুম্বলের পক্ষে থাকায় কিছুটা দ্বিধায় লক্ষ্মণ। যা পরিস্থিতি তাতে পরামর্শদাতা কমিটির প্রস্তাবিত কোচের তালিকায় শীর্ষে থাকতে পারেন রবি শাস্ত্রী ও অনিল কুম্বলে। যদিও বিসিসিআই কর্তাদের সিংহভাগের পছন্দ রবি শাস্ত্রী।

কড়া ধাঁচের অনিলকে পছন্দ করছেন না অনেকেই। সর্বোপরি বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুরের পছন্দ রবি শাস্ত্রী। তাই কোচের দৌড়ে কিছুটা হলেও এগিয়ে থাকছেন রবিই। চব্বিশে জুন ধরম শালায় বোর্ডের ওয়ার্কি কমিটির সভায় চূড়ান্ত হবে ভারতের নতুন কোচ কে হবেন।

.