বিশ্বকাপে আবার ভারত-পাকিস্তান, সেমিফাইনালে ধুন্ধুমার লড়াইয়ের অপেক্ষা

গতবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানকে ২০৩ রানে হারিয়েছিল ভারত। 

Updated By: Feb 1, 2020, 10:40 AM IST
বিশ্বকাপে আবার ভারত-পাকিস্তান, সেমিফাইনালে ধুন্ধুমার লড়াইয়ের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদন : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে শেষ চারে উঠেছে পাকিস্তান। আর এবার শক্তিশালী ভারতীয় দলের মুখোমুখি হতে হবে তাদের। বুধবার অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ভারত। তার পর থেকেই শেষ চারের লড়াইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। শেষমেশ হলও তাই। বিশ্বকাপের সেমিফাইনালে ধুন্ধুমার লড়াই দেখার সুযোগ চলে এল দুই দেশের সমর্থকদের সামনে। ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারত-পাকিস্তান ম্যাচ।

গতবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানকে ২০৩ রানে হারিয়েছিল ভারত। সেবার প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৭২ রান তুলেছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ব্যাটসম্যানদের অবস্থা হয়েছিল আয়ারাম-গয়ারামের মতো। মাত্র ৬৯ রানে শেষ হয়েছিল পাকিস্তানের ইনিংস। ৯৪ বলে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেছিলেন শুভমান গিল। চার উইকেট নিয়ে পাকিস্তান ব্যাটিং লাইনের কোমর ভেঙে দিয়েছিলেন বাংলার পেসার ঈশান পোড়েল। 

আরও পড়ুন-  IND vs NZ,4th T20I: টান-টান টি-টোয়েন্টি, ফের সুপার ওভারে ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া

শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আফগানিস্তান ১৮৯ রানে অল আউট হয়ে যায়। সহজেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। যুব বিশ্বকাপে ভারত চারবারের চ্যাম্পিয়ন। উল্টোদিকে পাকিস্তান দুবার জিতেছে এই টুর্নামেন্ট। 

.