India vs Ireland: ব্যাট-বল ছেড়ে ডাবলিনে সাইকেলে মজলেন চাহাল-কার্তিক-গায়কোয়াড়

আগামিকাল প্রথম টি-২০ ম্যাচ। ডাবলিনের সাজানো রাস্তায় সাইকেল নিয়ে নেমে পড়লেন ভারতীয় দলের তিন ক্রিকেটার-যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), দীনেশ কার্তিক (Dinesh Karthik) ও রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad )। 

Updated By: Jun 25, 2022, 06:01 PM IST
India vs Ireland: ব্যাট-বল ছেড়ে ডাবলিনে সাইকেলে মজলেন চাহাল-কার্তিক-গায়কোয়াড়
চাহালরা ডাবলিনে মজে সাইকেলে

নিজস্ব প্রতিবেদন: অ্যান্ড্রিউ বালবার্নির (Andrew Balbirnie) আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে মুখোমুখি হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) ভারত। আগামী ২৬ ও ২৮ জুন ডাবলিনে জোড়া টি-২০ ম্যাচ। মালাহাইড ক্রিকেট ক্লাব ওরফে দ্য ভিলেজ নামেই পরিচিত মাঠেই হবে খেলা।

আগামিকাল প্রথম টি-২০ ম্যাচ। ডাবলিনের সাজানো রাস্তায় সাইকেল নিয়ে নেমে পড়লেন ভারতীয় দলের তিন ক্রিকেটার-যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), দীনেশ কার্তিক (Dinesh Karthik) ও রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad )। চাহাল নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন।

নিজেদের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যই পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছে ভারত। সেই সিরিজে নেতা হয়েছিল ঋষভ পন্থ (Rishabh Pant)। এই সিরিজে পন্থ বিশ্রামে। তাঁর পরিবর্তে গুজরাত টাইটান্সকে (Gujarat Titans) আইপিএল  (Indian Premier League, IPL 2022) জেতানো অধিনায়ককেই করা হয়েছে নেতা। আয়ারল্যান্ড সিরিজে ডান হাতি ব্যাটার রাহুল ত্রিপাঠী সুযোগ পেয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল ফিফটিনে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি। উমরান মালির ও অর্শদীপ সিং, প্রোটিয়াদের বিরুদ্ধে খেলার সুযোগ পাননি। এই সিরিজে তাঁরা রয়েছেন দলে। জাতীয় দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনও। 

ভারতের দল: হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার (সহ অধিনায়ক), ঈশান কিশান, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আর বিষ্ণোই, হর্ষল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং ও উমরান মালিক।

আয়ারল্যান্ড দল: অ্য়ান্ড্রিউ ব্যালবিরনি (অধিনায়ক), মার্ক আদায়ার, কার্টিস ক্য়াম্ফার, গ্য়ারেথ ডিলানি, জর্ড ডকরেল, স্টিফেন ডোনি, জোশ লিটল, অ্য়ান্ড্রিউ ম্যাকব্রিন, ব্যাকি ম্যাককার্থি, কোনর অলফার্ট, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরক্যান টাকার, ক্রেগ ইয়ং।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.