২২ বছর পর 'লঙ্কার রাজা' হবে ভারত?
১৯৯৩ সালে শ্রীলঙ্কায় শেষবার টেস্ট সিরিজ জিতেছিল ভারত। এরপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জেতেনি ভারত। ২২ বছরের খরা কাটিয়ে এবার লঙ্কা জয়ের পথে বিরাট ব্রিগেড।
ওয়েব ডেস্ক:১৯৯৩ সালে শ্রীলঙ্কায় শেষবার টেস্ট সিরিজ জিতেছিল ভারত। এরপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জেতেনি ভারত। ২২ বছরের খরা কাটিয়ে এবার লঙ্কা জয়ের পথে বিরাট ব্রিগেড।
আগ্রাসী বিরাট ২২ বছর পর লঙ্কা জয়ের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার পথে। এসএসসিতে টেস্ট জিততে ভারতের চাই আর মাত্র ৫ উইকেট। খেলা শুরুর প্রথম দিনে বৃষ্টির ভ্রূকুটি কাটিয়ে শেষ দিনে জমজমাট ভারত-শ্রীলঙ্কা টেস্ট। পূজারার চওড়া ব্যাটে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে খেলায় হাল ধরেছিল ভারত। এরপর ইশান্তের আগুনে ঝলসে যায় শ্রীলঙ্কার ব্যাটিং। দ্বিতীয় ইনিংসে মিডিল অর্ডারে রোহিতদের ব্যাটিং ভারতকে খেলায় অ্যাডভান্টেজ পজিশনে এনে দেয়। টার্গেট তাড়া করতে নেমে আবার ইশান্তের দাপট। অন্যদিকে ম্যাচ ড্র করে সিরিজে সমতা বজায় রাখতে লড়ছে থিরুমানেরা।
২২ বছর আগে ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে পি সারা ওভালে টেস্ট জিতে সিরিজ জয়ের নজির গড়েছিল টিম ইন্ডিয়া। যত সময় এগিয়েছে ভারতীয় ক্রিকেটের ওপর দিয়ে বয়ে গেছে একের পর এক ঝড়। কখনও গড়াপেটায় জেরবার হয়েছে টিম ইন্ডিয়া, কখনও বা দলের খারাপ পারফরমেন্সে দলের অন্দরেই তৈরি হয়েছিল টানাপোড়েন। দলের অধিনায়কত্ব নিয়েও তৈরি হয়েছিল অনেক মত বিরোধ। সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি যা করে দেখাতে পারেননি, সেই অসাধ্য সাধন করতে চলেছেন বিরাট কোহলি। শেষবার ২০১০-এ শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ ড্র করেছিল রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারত। সিরিজ জিতলে অধিনায়ক বিরাট এবার তাঁর আগ্রাসী ভূমিকায় পিছনে ফেলে দেবেন পূর্বসূরীদেরও।