World Archery Youth Championship: পোল্যান্ডে বিশ্বরেকর্ড ভারতীয় যুব মেয়েদের

মেয়েদের দলে ছিলেন প্রিয়া গুর্জর, পরণীত কৌর, রিধু সেন্থিলকুমার।

Updated By: Aug 10, 2021, 09:44 PM IST
World Archery Youth Championship: পোল্যান্ডে বিশ্বরেকর্ড ভারতীয় যুব মেয়েদের

নিজস্ব প্রতিবেদন- পোল্যান্ড থেকে ইতিহাস তৈরি করে ফিরছেন ভারতীয় যুব তিরন্দাজরা। পোল্য়ান্ডে চমকে দিলেন ভারতের যুব মহিলা তিরন্দাজরা। ভেঙে দিলেন বিশ্বরেকর্ড। টোকিও অলিম্পিক্স থেকে ভারতীয় তিরন্দাজদের খালি হাতে বাড়ি ফিরতে হয়েছিল। তবে ওয়ারশ থেকে একরাশ আশা ও নতুন উদ্দীপনা নিয়ে ফিরছে ১৮-র নীচের মেয়েরা। 

আরও পড়ুন: Vinesh Phogat: কুস্তি থেকে সাময়িক নির্বাসিত দেশের তারকা ভিনেশ ফোগত

পোল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব যুব তিরন্দাজিতে বিশ্বরেকর্ড গড়ল ভারতের অনূর্ধ্ব ১৮ মহিলাদের কম্পাউন্ড দল। সর্বোচ্চ সম্ভাব্য ২১৬০ পয়েন্টের মধ্যে ভারতীয় তিরন্দাজরা ২০৬৭ পয়েন্ট পেলেন। বিশ্বরেকর্ডের থেকেও যা ২২ পয়েন্ট বেশি। মেয়েদের দলে ছিলেন প্রিয়া গুর্জর, পরণীত কৌর, রিধু সেন্থিলকুমার। প্রিয়া ৬৯৬ মেরে ব্য়ক্তিগত পোল জিতে নেন।  তৃতীয় স্থানেই ছিলেন  পরণীত ও চতুর্থ স্থানে রিধু। তিনজনের সম্মিলিত স্কোরে চ্য়াম্পিয়ন হয় ভারত।

এবারের টোকিও অলিম্পিকসে ভারতীয় তিরন্দাজরা আশানুরূপ ফল করতে পারেন নি। অতনু দাস-দীপিকা কুমারীদের পারফরম্যান্সে হতাশ হন দেশবাসী। ঠিক তার পরপর বিশ্ব যুব তিরন্দাজিতে ভারতের এই ফল নতুন করে আশা জাগাচ্ছে।

.