ইডেনে কোহলিদের খেলা নিয়ে অনিশ্চয়তা কাটল
ওয়েব ডেস্ক: ইডেনে আদৌ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ হবে কি না, তা নিয়ে আশঙ্কা ছিল। তবে গত কয়েকদিনে তেমন ভাবে বৃষ্টি না হওয়ায় সেই উদ্বেগ কেটেছে।
ইডেনের ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় একদিনের ম্যাচের জন্য তৈরি হচ্ছে ইডেনের পিচ। বিসিসিআই-এর কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে সেন্টার পিচে বাংলা দলকে দিয়ে অনুশীলন করাল সিএবি। উদ্দেশ্য ছিল পিচের চরিত্র কি হতে চলেছে তা বুঝে নেওয়া। ভিভিএস লক্ষ্মণ, সাইরাজ বাহুতুলেরাও দেখলেন পিচ। অনুশীলন শেষে দু'জনেরই দাবি একদিনের ক্রিকেটের পক্ষে যথেষ্ট ভাল পিচ হয়েছে।
লক্ষ্মণ, সাইরাজরা পিচকে সার্টিফিকেট দিলেও এখনই কোনও মন্তব্যে নারাজ পিচ কিউরেটর সুজন মুখার্জি।
আরও পড়ুন, কোহলিকে ঝাড়ুদার বলে অপমান অস্ট্রেলীয় সাংবাদিকের, পাল্টা দিলেন বিরাটভক্তরা