একদিন খারাপ গেছে! সিরিজে কামব্যাক করবে কোহলিরা, আত্মবিশ্বাসী সৌরভ
শুক্রবার রাজকোটে অজিদের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্য়াচে নামবে টিম ইন্ডিয়া।
নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচেই লজ্জার হার ভারতের। মুম্বইয়ে ১০ উইকেটে হেরেছে ভারত। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচেই অজিদের কাছে এমন অসহায় আত্মসমর্পণের পরেও বিরাটদের পাশেই দাঁড়াচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
প্রথম ম্যাচে হারলেও সিরিজে দুরন্ত কামব্যাক করবে কোহলি ব্রিগেড। এব্যাপারে আত্মবিশ্বাসী মহারাজ। তিনি টুইট করে লিখেছেন, "অস্ট্রেলিয়ার সঙ্গে পরের দুটো ওয়ান ডে হাড্ডাহাড্ডি হবে। এই ভারতীয় দল খুব শক্তিশালী। একটা দিন খারাপ গেছে ঠিকই! এমন পরিস্থিতিতে আগেও পড়েছি আবার উঠেও এসেছি। দুই মরশুম আগে ০-২ এ পিছিয়ে থেকেও সিরিজ জিতেছি। শুভেচ্ছা রইল। "
The next two one dayers against Australia will be a cracker . This indian team is a strong team .. just had a bad day in office .. been in this situation before and have come back to win from 2-0 down two seasons ago ..good luck @imVkohli @BCCI @My11Circle pic.twitter.com/yfV09iPk85
— Sourav Ganguly (@SGanguly99) January 15, 2020
শুক্রবার রাজকোটে অজিদের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্য়াচে নামবে টিম ইন্ডিয়া। রাজকোটে ডু-অর ডাই ম্যাচ কোহলিদের কাছে। কারণ এই ম্য়াচে হারলেই পর পর দুবার ভারত থেকে একদিনের সিরিজ জিতে নেবে অস্ট্রেলিয়া। গতবছর মার্চেও ভারতে এসে একদিনের সিরিজ জিতে নিয়েছিল অজিরা।
আরও পড়ুন - ICC Awards: বিশেষ পুরস্কার বিরাটের, বর্ষসেরা ওডিআই ক্রিকেটার রোহিত শর্মা