বাংলাদেশের মুখোমুখি ভারত

শুক্রবার এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ ভারত মহেন্দ্র সিং ধোনি। বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারেন ইউসুফ পাঠান।

Updated By: Mar 15, 2012, 09:16 PM IST

শুক্রবার এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ ভারত মহেন্দ্র সিং ধোনি। বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারেন ইউসুফ পাঠান।
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু করেছে ভারত। মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে দলে একটি পরিবর্তন হতে পারে। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার পরিবর্তে দলে আসতে পারেন ইউসুফ পাঠান। ফলে এই ম্যাচেও বাংলার মনোজ তেওয়ারি ও অশোক দিন্দার সুযোগ পাওয়ার সম্ভাবনা কম।  ভারতের নতুন বোলিং কোচ জো ডাওয়েস দলের অনুশীলনে যোগ দিয়েছেন। নেটে অশোক দিন্দা, বিনয় কুমারদের ত্রুটিগুলি হাতে ধরে দেখিয়ে দেন ডাওয়েস।
শ্রীলঙ্কার বিরুদ্ধে বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট ধোনি। মীরপুরের ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ব্যাট করলে তাই ভারতের টার্গেট থাকছে ২৮০`র বেশি রান তোলা।

.