India vs England| Rishabh| Hardik: পন্থের সেঞ্চুরি, পাণ্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজ ভারতের
হার্দিক পাণ্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্স ও ঋষভ পন্থের ম্যাচ জেতানো সেঞ্চুরিতে সিরিজ ভারতের।
ইংল্যান্ড ২৫৯
ভারত ২৬১/৫ (৪২.১ ওভার/৫০ ওভার)
ভারত ৫ উইকেটে জয়ী (৪৭ বল হাতে রেখে)
ম্যাচের সেরা: ঋষভ পন্থ ( অপরাজিত ১২৫ ও ২টি ক্যাচ)
সিরিজের সেরা: হার্দিক পাণ্ডিয়া (১০০ রান ও ৬ উইকেট)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে রবিবাসরীয় মেগা ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-ইংল্যান্ড। ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় তথা ফয়সলার ম্যাচে (India vs England, 3rd ODI) দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সে টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ পকেটে পুরল। সৌজন্যে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) অলরাউন্ড পারফরম্যান্স ও ঋষভ পন্থের (Rishabh Pant) ম্যাচ জেতানো সেঞ্চুরি।
ভারত টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। হার্দিক ও যুজবেন্দ্র চাহালের সৌজন্যে ইংল্যান্ড গুটিয়ে যায় ২৫৯ রানে। তাও ৪৫.৫ ওভারে। পুরো ইনিংসও ব্যাট করতে পারেননি ইংরেজরা। এদিন পিঠের টানের জন্য ভারত খেলাতে পারেনি জসপ্রীত বুমরাকে। তাঁর পরিবর্তে খেলেন মহম্মদ সিরাজ। এদিন পাণ্ডিয়া চার উইকেট ও চাহাল তুলে নেন তিন উইকেট। দুই উইকেট তুলে নেন সিরাজ ও এক উইকেট রবীন্দ্র জাদেজার।
এদিন জেসন রয় ও জনি বেয়ারস্টো ওপেন করতে নামেন। দ্বিতীয় ওভারেই ইংল্যান্ডের প্রথম উইকেট চলে যায়। সিরাজের বলে বেয়ারস্টো ফিরে যান কোনও রান না করেই। এরপর ৭৪ রানের মধ্যে ইংরেজরা হারিয়ে ফেলে আরও তিন উইকেট। তিনে নামা জো রুট (০) শিকার হন সিরাজের। রয়কে (৩১ বলে ৪১) তুলে নেন পাণ্ডিয়া। চারে নেমে বিধ্বংসী বেন স্টোকস ২৭ বলে ২৯ রানের ইনিংস খেলে পাণ্ডিয়ার বলেই তাঁর হাতে ক্যাচ তুলে দেন।
পাঁচে নেমে বাটলার ও ছয়ে ব্যাট করতে আসা মইন আলি ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজটা করেন। ৮৪ বলে ৭৫ রান যোগ করেন তাঁরা। ৪৪ বলে ৩৪ রান করে মইন আলি ফেরেন জাদেজার বলে উইকেটের পিছনে পন্থের হাতে ক্যাচ তুলে। ৮০ বলে ৬০ রানের ইনিংস খেলে আউট হন অধিনায়ক বাটলার। পাণ্ডিয়ার শিকার হন তিনি। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান আসে অধিনায়ক বাটলারের ব্যাট থেকেই। এরপর লিয়াম লিভিংস্টোন (২৭), ডেভিড উইলি (১৮) ও ক্রেইগ ওভারটন (৩২) সাধ্যমতো চেষ্টা করে দলের রান ২৫০ পার করান।
এই রান তাড়া করতে নেমে ভারত ৭২ রানে চার উইকেট (রোহিত ১৭, শিখর ধাওয়ান ১, বিরাট কোহলি ১৭ ও সূর্যকুমার যাদব ১৬) হারিয়ে ফেলে। এখান থেকেই ভারতের ত্রাতা হয়ে উত্তীর্ণ হন পন্থ ও পাণ্ডিয়া। তাঁদের যুগলবন্দিতে ১১৫ বলে ১৩৩ রান ওঠে স্কোরবোর্ডে। ৫৫ বলে ৭১ রানের ম্যাচ বাঁচানো ইনিংস খেলেন পাণ্ডিয়া। চারে নেমে পন্থ ১১৩ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১৬টি চার ও ২টি ছয় হাঁকান ভারতের তিন ফরম্যাটে এক নম্বর উইকেটকিপার-ব্যাটার। ফের একবার বুঝিয়ে দেন যে, আজ তিনি দলের জন্য সাদা এবং লাল বলের ক্রিকেটে ঠিক কতটা অপরিহার্য! টেস্টে পাঁচটি সেঞ্চুরির স্বাদ পাওয়া পন্থ কেরিয়ারের প্রথম একদিনের আন্তর্জাতিক শতরান করলেন এদিন।
আরও পড়ুন: Hardik Pandya: প্রথম ভারতীয় হিসাবে অনন্য নজির হার্দিক পাণ্ডিয়ার
আরও পড়ুন: WATCH | Jadeja: চমকে দেওয়ার মতো জোড়া ক্যাচ! জাদেজা বোঝালেন কেন তিনি 'রকস্টার'
আরও পড়ুন: Jasprit Bumrah | Explained: ফয়সলার ম্যাচে কেন ইংরেজদের বিরুদ্ধে খেলছেন না বুমরা?