Jasprit Bumrah | Explained: ফয়সলার ম্যাচে কেন ইংরেজদের বিরুদ্ধে খেলছেন না বুমরা?
"দলে একটাই পরিবর্তন এসেছে। বুমরার পিঠে টান ধরায় ওকে নিয়ে কোনওরকম ঝুঁকি নেওয়া হয়নি।"
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে রবিবাসরীয় মেগা ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড। এই মুহূর্তে সিরিজের ফল ১-১। জস বাটলার বনাম রোহিত শর্মার দলের জয়ী জিতে নেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ফয়সলার ম্যাচে খেলছেন না দলের এক নম্বর জোরে বোলার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বুমরাকে প্রথম একাদশে না দেখে চমকেছেন ফ্যানরা। এখন প্রশ্ন এরকম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে কেন বুমরাহীন টিম ইন্ডিয়া? তাঁর জায়গায় প্রথম একাদশে মহম্ম সিরাজ (Mohammed Siraj)।
এদিন টস জিতে ভারত প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। টসের সময়ে বুমরার অনুপস্থিতি নিয়ে অধিনায়ক রোহিত বলেন, "দলে একটাই পরিবর্তন এসেছে। বুমরার পিঠে টান ধরায় ওকে নিয়ে কোনওরকম ঝুঁকি নেওয়া হয়নি। মহম্মদ সিরাজ খেলছে বুমরার পরিবর্তে।"পরে বিসিসিআই বুমরার চোট নিয়ে সরকারি বিবৃতি দিয়েছে, সেখানে বলা হয়েছে "পিঠের টান লাগায় বুমরা ছিটকে গিয়েছে এই ম্যাচ থেকে। অর্শদীপ সিংও পুরোপুরি চোট (তলপেটে টান) সারিয়ে উঠতে পারেনি। তাই ওকে নির্বাচনের জন্য ভাবা হয়নি।"
রোহিত টসের সময়ই বলেছিলেন, "আমরা প্রথমে বল করছি। মনে হচ্ছে ১০০ ওভারে ট্র্যাক বদলাবে না। সিরিজের ফয়সলার ম্যাচে আমাদের ভাল খেলতে হবে। এই সফরে আমরা ভাল খেলেছি। বিগত ম্যাচ থেকে শিখেছি। আশা করি ভুলগুলো শুধরে নিতে পারব। আমরা সীমিত ওভারের লেগে ভাল বল করেছি। টি-২০ সিরিজেও। আশা করি ওদের একটা সাধ্যের মধ্যে টার্গেটে ওদের বেঁধে রাখতে পারব।" রোহিতের বোলাররা যদিও তাঁর মান রেখেছেন। ৩৩ ওভারের শেষে ইংল্যান্ড ১৭৫ রান তুলতি গিয়ে ৫ উইকেট হারিয়েছে। সিরাজ ২টি, পাণ্ডিয়া ২টি ও রবীন্দ্র জাদেজা একটি উইকেট নিয়েছেন। ইংরেজ অধিপতি বাটলার (৫২) ও লিয়াম লিভিংস্টোন (১২) অপরাজিত আছেন ক্রিজে। (প্রতিবেদন লেখার সময় পর্যন্ত)।
আরও পড়ুন: Allyson Felix: বিশ্ব খেতাবেই ট্র্যাককে আলবিদা অ্যাথলেটিক্সের ইতিহাসে সবচেয়ে সফল ক্রীড়াবিদের
আরও পড়ুন: Babar Azam | Virat Kohli: বিরাটকে পিছনে ফেলে অনন্য ইতিহাস লিখলেন 'রানমেশিন' বাবর
আরও পড়ুন: PV Sindhu: সিঙ্গাপুর ওপেন জিতে পরের টার্গেট জানিয়ে দিলেন সিন্ধু