Hardik Pandya: প্রথম ভারতীয় হিসাবে অনন্য নজির হার্দিক পাণ্ডিয়ার

প্রথম ভারতীয় হিসাবে ক্রিকেটের তিন ফরম্যাটেই দেশের হয়ে একই ম্যাচে ৫০-এর বেশি রান ও চার উইকেট নেওয়ার নজির গড়লেন। 

Updated By: Jul 17, 2022, 10:44 PM IST
Hardik Pandya: প্রথম ভারতীয় হিসাবে অনন্য নজির হার্দিক পাণ্ডিয়ার
অনন্য নজির হার্দিকের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে রবিবাসরীয় মেগা ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড। এদিন বল হাতে চার উইকেট তুলে নেওয়ার পর এবার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) ব্যাট হাতেও দুরন্ত হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন।

বরোদার তারকা অলরাউন্ডার প্রথম ভারতীয় হিসাবে ক্রিকেটের তিন ফরম্যাটেই দেশের হয়ে একই ম্যাচে ৫০-এর বেশি রান ও চার উইকেট নেওয়ার নজির গড়লেন। পাকিস্তানের মহম্মদল হাফিজের পর দ্বিতীয় ক্রিকেটার হিসাবে এই রেকর্ড করলেন।

ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় তথা ফয়সলার ম্যাচে ভারত টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। হার্দিক ও যুজবেন্দ্র চাহালের সৌজন্যে ইংল্যান্ড গুটিয়ে যায় ২৫৯ রানে। তাও ৪৫.৫ ওভারে। পুরো ইনিংসও ব্যাট করতে পারলেন না ইংরেজরা। এদিন পাণ্ডিয়া চার উইকেট ও চাহাল তুলে নেন তিন উইকেট। দুই উইকেট তুলে নেন সিরাজ ও এক উইকেট রবীন্দ্র জাদেজার। 

এই রান তাড়া করতে নেমে ভারত ৭২ রানে চার উইকেট হারিয়ে ফেলে। এখান থেকেই ভারতের ত্রাতা হয়ে মাঠে নামেন ঋষভ পন্থ ও পাণ্ডিয়া। পন্থ ৭৭ রানে ও হার্দিক ৭১ রানে অপরাজিত রয়েছেন। ৩৬ ওভারের পর ভারত ৫ উইকেট হারিয়ে ২০৬ রান তুলেছে (প্রতিবেদন লেখার সময় পর্যন্ত)।

হার্দিক এদিন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, যুবরাজ সিং ও কে শ্রীকান্তদের তালিকায় নাম লেখালেন। পঞ্চম ভারতীয় হিসাবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে একই ম্যাচে ফিফটি প্লাস ইনিংস খেললেন ও চার উইকেট নিলেন। হার্দিক প্রথম ভারতীয় হিসাবে ভারতীয় উপমহাদেশের বাইরে এই রেকর্ড করলেন। 

ভারতের হয়ে যাঁরা ৫০+ রান ও ৪+ উইকেট নিয়েছেন ওয়ানডে ম্যাচে

শ্রীকান্ত ৭০ ও ৫/২৭, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভাইজাগে ১৯৮৮ সালে।
সচিন ১৪১ ও ৪/৩৮, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঢাকায় ১৯৯৮ সালে।
সৌরভ ১৩০* ও ৪/২১, শ্রীলঙ্কার বিরুদ্ধে নাগপুরে ১৯৯ সালে।
সৌরভ  ৭১* ও ৫/৩৪, জিম্বাবোয়ের বিরুদ্ধে কানপুরে ২০০০ সালে।  
যুবরাজ ১১৮ ও ৪/২৮, ইংল্যান্ডের বিরুদ্ধে ইন্দোরে ২০০৮ সালে।
যুবরাজ ৫০* ও ৫/৩১, আয়ারল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুতে ২০১১ সালে।
হার্দিক ৫০* ও ৪/২৪, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে ২০২২ সালে

 

আরও পড়ুন: Deep Dasgupta | Virat Kohli | Exclusive: 'রান-খরা কাটাতে বিরাটের শেষ সুযোগ এশিয়া কাপ'

আরও পড়ুনTamim Iqbal: ফেসবুকেই টি-২০ থেকে অবসরের ঘোষণা, তামিম বলছেন বিশ্বকাপের দল তৈরি নয়!

আরও পড়ুন:  WATCH | Jadeja: চমকে দেওয়ার মতো জোড়া ক্যাচ! জাদেজা বোঝালেন কেন তিনি 'রকস্টার'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

.