India vs England: করোনাক্রান্ত আরও এক ভারতীয় সাপোর্ট স্টাফ! ভেস্তে যেতে পারে সিরিজ
করোনা যেন পিছুই ছাড়ছে না ভারতীয় দলের!
নিজস্ব প্রতিবেদন: ফের করোনাক্রান্ত আরেক ভারতীয় সাপোর্ট স্টাফ। ভেস্তে যেতে পারে ভারত-ইংল্যান্ড সিরিজ। রবি শাস্ত্রী, ভরত অরুণ, আর শ্রীধর ও নীতিন প্যাটেলের পর এবার করোন পজিটিভ হলেন সহকারী ফিজিওথেরাপিস্ট যোগেশ পারমার। বুধবার সন্ধ্যায় তাঁর আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলেই খবর। আগামী ১০ সেপ্টেম্বর থেকে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুরু ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ও পঞ্চম টেস্ট। ম্যাঞ্চেস্টার টেস্ট ভেস্তে যাবে বলেই সম্ভাবনা জোরাল হচ্ছে।
আরও পড়ুন: MS Dhoni: দায়িত্ব নেওয়ার আগেই বিপাকে মেন্টর মাহি! উঠল স্বার্থ সঙ্ঘাতের অভিযোগ
পারমার দলের সঙ্গে নিয়মিত সংস্পর্শে ছিলেন। যার ফলে দলের মধ্যে একটা ভীতি সঞ্চার হয়েছে। পারমারের রিপোর্ট পজিটিভ আসার পরেই বৃহস্পতিবার অর্থাৎ আজ দলের প্র্যাকটিস বাতিল করা হয়েছে। এই মুহূর্তে বিসিসিআই ও ইসিবি বৈঠক করছে সিরিজের ভাগ্য নির্ধারণ করতে। দুই দলের ক্রিকেটারদের নিরাপত্তার প্রশ্ন শুধু ম্যাঞ্চেস্টার টেস্টের সঙ্গেই জড়িয়ে নেই। টেস্ট সিরিজ শেষ হওয়ার সঙ্গেই আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হয়ে যাবে। আর তার ঠিক পরেই রয়েছে টি-২০ বিশ্বকাপ। সূত্রের খবর এই মুহূর্তে সিরিজ বাতিল হওয়া সময়ের অপেক্ষা। কারণ সকলের নিরাপত্তার কথা ভেবে দুই বোর্ডের কাছে আর কোনও রাস্তা নেই।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)