IND vs NZ 3rd T20I: নিউ জিল্যান্ডের মাটিতে প্রথমবার টি-২০ সিরিজ জিততে মরিয়া কোহলি ব্রিগেড
অকল্যান্ডে প্রথম দুটো টি-টোয়েন্টি জিতে আত্মবিশ্বাস তুঙ্গে কোহলিদের।
নিজস্ব প্রতিবেদন: নিউ জিল্যান্ডের মাটিতে প্রথমবার কুড়ি-বিশের ক্রিকেটে সিরিজ জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। পাঁচ ম্যাচের চলতি সিরিজে অকল্যান্ডে প্রথম দুটি ম্যাচেই দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে কোহলি অ্যান্ড কোম্পানি। ২-০ তে এগিয়ে থেকে বুধবার হ্যামিলটনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। হ্যামিলটনেই সিরিজ পকেটে পুরে ফেলতে মরিয়া কিং কোহলির দল।
What's with #TeamIndia's new training drill? #NZvIND pic.twitter.com/HXuGXQjg4O
— BCCI (@BCCI) January 28, 2020
অকল্যান্ডে প্রথম দুটো টি-টোয়েন্টি জিতে আত্মবিশ্বাস তুঙ্গে কোহলিদের। বছরের শুরুতেই টি-টোয়েন্টিতে দুরন্ত পারফর্ম করছে টিম ইন্ডিয়া। এবছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোহলিদের এই পারফরম্যান্স নিঃসন্দেহে এক ইতিবাচক দিক। লোকেশ রাহুল আর শ্রেয়স আইয়ার ধারাবাহিকভাবে রান পাওয়ায় আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে ভারতীয় দলের।
Snapshots from #TeamIndia's training session ahead of the 3rd T20I against New Zealand.#NZvIND pic.twitter.com/KHKvrjt2H3
— BCCI (@BCCI) January 28, 2020
এদিকে রানে ফিরতে মরিয়া ওপেনার রোহিত শর্মা। দল অপরিবর্তিত রেখেই সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নামতে চলেছে ভারতীয় দল। অন্যদিকে হ্যামিলটনে ঘুরে দাঁড়াতে মরিয়া কিউই বাহিনী। তবে সেডন পার্কের পরিসংখ্যান কিউইদের পক্ষে। এখন পর্যন্ত ৯টি টি-টোয়েন্টির মধ্যে ৭টিতেই জিতেছে নিউ জিল্যান্ড।
আরও পড়ুন - টিম বাসে ধোনির সিট এখনও ফাঁকাই পড়ে থাকে, তথ্য ফাঁস 'চাহল টিভি'-তে