বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের স্মারক অধরা ধোনির

পাকিস্তানের বিরুদ্ধে জয়ের স্মারক স্টাম্প নিতে পারলেন না মহেন্দ্র সিং ধোনি।

Updated By: Feb 17, 2015, 04:00 PM IST
বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের স্মারক অধরা ধোনির

ওয়েব ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে জয়ের স্মারক স্টাম্প নিতে পারলেন না মহেন্দ্র সিং ধোনি।

 ধোনির ইচ্ছায় বাধ সাধল এল ই ডি স্টাম্প। অ্যাডিলেডে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর স্টাম্পের উপর থেকে একটি বেল সবে তুলেছেন ধোনি, অমনি এগিয়ে এলেন আম্পায়ার ইয়ান

গোল্ড। ধোনিকে গোল্ডের অনুরোধ এক সেট এল ই ডি স্টাম্পের দাম ভারতীয় মুদ্রায় পঁচিশ লাখ টাকা। এমনকী একটা বেলের দাম আইফোন ফাইভের মতন পঞ্চাশ হাজার টাকা। ফলে এটা স্মারক

হিসেবে না নিলেই ভাল। ধোনিও আম্পায়ারের অনুরোধ ফেলতে পারেননি। ফলে স্মারক স্টাম্প নিয়ে আর ড্রেসিংরুমে ফের হয়নি ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।

 

.