ICC World Cup 2019: পাক মহারণের আগে কোহলিদের বিরাট সতর্কবার্তা সৌরভের

পাকিস্তানকে মোটেও হালকাভাবে নিও না!

Updated By: Jun 15, 2019, 09:23 PM IST
ICC World Cup 2019: পাক মহারণের আগে কোহলিদের বিরাট সতর্কবার্তা সৌরভের

নিজস্ব প্রতিবেদন : রবিবাসরীয় ম্যাঞ্চেস্টার মহারণে টিম ইন্ডিয়া নিজেদের ফেভারিট ভাবলেই কিন্তু মুশকিল। পাকিস্তানকে মোটেও হালকাভাবে নিও না! ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের কথা মনে করিয়ে দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে বিরাটদের সতর্ক করে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

বিশ্বকাপের মঞ্চে এখনও পাকিস্তান কখনও ভারতকে হারাতে পারেনি। এখন পর্যন্ত ৬ বারের সাক্ষাতে ছ বারই জিতেছে টিম ইন্ডিয়া। ব্যবধানটা ৭-০ করতে মরিয়া টিম ইন্ডিয়া। তবে রবিবার মেগা ম্যাচে পাকিস্তানকে হালকা নিলে চলবে না, আর টিম ইন্ডিয়া নিজেদের ফেভারিট ভাবলে কিন্তু মুশকিল হতে পারে। কারণ ঠিক দুবছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানকে হালকাভাবে নিতে গিয়ে হারতে হয়েছিল ভারতকে। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের প্রসঙ্গ টেনে সৌরভ বলেন, "ভারতকে ভীষণ সতর্ক হয়ে মাঠে নামতে হবে। আমরাই ফেভারিট এই ভাবনা নিয়ে মাঠে নামলে হবে না। আমার মনে আছে, ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানকে হালকাভাবে নিয়ে ভুগতে হয়েছিল। আগামিকাল দারুন ম্যাচ হবে।"

আরও পড়ুন - ICC World Cup 2019: প্রতিপক্ষ যেই হোক! পেশাদারী মনোভাব নিয়েই পাকিস্তানের বিরুদ্ধে সম্মুখ সমরে প্রস্তুত কোহলি অ্যান্ড কোম্পানি

সেই সঙ্গে পাক পেসার মহম্মদ আমিরকে নিয়ে বিরাটদের সতর্ক করে দিয়েছেন সৌরভ। বিশ্বকাপে তিন ম্যাচের দুটিতে জিতেছে ভারত। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আগের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল টিম ইন্ডিয়ার। অন্যদিকে পাকিস্তান বিশ্বকাপে চারটি ম্যাচ খেললেও জিতেছে মাত্র একটি ম্যাচ। আর একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে।  

.