টি টোয়েন্টিতেও প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল টিম ইন্ডিয়া

 ব্যাটিং করতে নেমে পাঁচ উইকেটে ২০৩ রান করে ভারতীয় দল। ৩৯ বলে ১০টি বাউন্ডারি ও দু’টি ছক্কার সাহায্যে ৭২ রান করলেন শিখর ধবন।

Updated By: Feb 18, 2018, 10:24 PM IST
টি টোয়েন্টিতেও প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল টিম ইন্ডিয়া

নিজস্ব প্রতিবেদন : ধাওয়ান ধামাকার সঙ্গে ভুবির সুইংয়ে একদিনের সিরিজের অ্যাকশন রিপ্লে এবার টি টোয়েন্টি সিরিজেও। দক্ষিণ আফ্রিকায় জয়ের ধারা অব্যাহত রাখল টিম ইন্ডিয়া। জোহানেসবার্গে প্রথম টি টোয়েন্টি ম্যাচ ২৮ রানে জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বিরাটব্রিগেড।

আরও পড়ুন:  কুল-চা দারুণ, স্বাদ বুঝতে ব্যর্থ বাকিরা : সচিন

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক জে পি দুমিনি। ওপেনার শিখর ধাওয়ানের ৩৯ বলে ৭২ রান, মনীশ পান্ডের অপরাজিত ২৯, অধিনায়ক কোহলির ২৬ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে ভারত। ২০৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে হেন্ডরিকস ও বেহারডিনের ব্যাটে জয়ের স্বপ্ন দেখতে থাকে দুমিনির দল। কিন্ত ভুবনেশ্বর কুমারের নিয়ন্ত্রিত সুইংয়ে ব্যাকফুটে চলে যায় প্রোটিয়ারা। হেন্ডরিকস ৭০ এবং বেহারডিন ৩৯ রান করলেও নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৫ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ২৪ রান দিয়ে ৫ উইকেট নিলেন ভুবি। দুরন্ত বোলিংয়ের সৌজন্যে ম্যাচের সেরা হলেন ভুবনেশ্বর কুমার। বুধবার সেঞ্চুরিয়নে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে চাইছেন ক্যাপ্টেন কোহলি।

আরও পড়ুন: আর ভুল নয়, ইংল্যান্ড সফরের আগেই সেদেশে যাচ্ছে টিম ইন্ডিয়া

 

 

.