কেপটাউনে ভারী বৃষ্টিতে ভেস্তে গেল প্রথম টেস্টের তৃতীয় দিন
দক্ষিণ আফ্রিকা- ২৮৬, ৬৫/২ ভারত- ২০৯ অলআউট
ওয়েব ডেস্ক: কেপটাউনে ভারী বৃষ্টির জেরে ভেস্তে গেল প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা। রবিবার সকাল থেকে শুরু হয় ভারী বর্ষণ। চা বিরতির আগে বৃষ্টি থামে। নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়ামে নেমে পড়ে সুপার সপার। তবে ফের বৃষ্টি শুরু হওয়ায় আর খেলা হওয়া সম্ভব হয়নি।
তৃতীয় দিনে একটাও বল গড়াল না মাঠে। সোমবার ও মঙ্গলবার ৯৮ ওভার খেলা হবে বলে ঘোষণা করেছেন ম্যাচ রেফারি।
It's official. Play has been called off! Play to resume at usual time tomorrow. Overs to be bowled on Day 4 & 5 - 98. That's all we have from here on Day 3 #SAvIND pic.twitter.com/iC71RklkOT
— BCCI (@BCCI) January 7, 2018
দক্ষিণ আফ্রিকাকে ২৮৬ রানে আটকে রাখার পরও সুযোগ কাজে লাগাতে পারেনি ভারত। শীর্ষসারির ব্যাটসম্যানরা ফেল করেছেন। দলকে টেনেছেন হার্দিক পাণ্ড্য। তিনি করেন ৯৩ রান। তার ওই রান বাদ দিলে দুশোর গণ্ডিও পেরাতো না টিম ইন্ডিয়া। ভারত অলআউট হয় ২০৯ রানে। ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২ উইকেট হারিয়ে ৬৫ রান করেছে। ইতিমধ্যেই এগিয়ে ১৪২ রানে এগিয়ে তারা। এই পিচে আর দেড়শো রান যোগ করতে পারলেই ম্যাচ অনেকটাই দক্ষিণ আফ্রিকায় মুঠোয় বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের। তাঁরা মনে করছেন, বৃষ্টি বাঁচিয়ে দিল বিরাট কোহলির দলকে। অনেকের মতে, শাপে বরও হল। পিচ কিছুটা স্যাঁতস্যাতে থাকবে। সুবিধা পাবেন ভারতীয় পেসাররা। সেক্ষেত্রে ম্যাচ ঘোরানোর সুযোগ পাবে টিম ইন্ডিয়া।