চেন্নাই সুপার কিংস-এর ব্যাটিং কোচ হচ্ছেন মাইকেল হাসি

স্পট ফিক্সিংকাণ্ডে জড়িয়ে নির্বাসনের পর এবার আইপিএল ২০১৮-তে ফিরছে চেন্নাই সুপার কিংস। আর ফিরেই দলের জন্য এক জবরদস্ত কোচের ব্যবস্থা করেছে চেন্নাই।

Updated By: Jan 6, 2018, 11:48 PM IST
চেন্নাই সুপার কিংস-এর ব্যাটিং কোচ হচ্ছেন মাইকেল হাসি

ওয়েব ডেস্ক: স্পট ফিক্সিংকাণ্ডে জড়িয়ে নির্বাসনের পর এবার আইপিএল ২০১৮-তে ফিরছে চেন্নাই সুপার কিংস। আর ফিরেই দলের জন্য এক জবরদস্ত কোচের ব্যবস্থা করেছে চেন্নাই।

২০০৮-২০১৩ প‌র্যন্ত সিএসকে-র হয়ে খেলেছিলেন অজি স্টার মাইকেল হাসি। তাঁকেই এবার ব্যাটিং কোচ করে আনছে চেন্নাই। সিএসকে-তে খেলার সময়ে মোট ৬৪ ম্যাচে হাসি করেছিলেন ২২১৩ রান। গড়ে ৪০.৯৮। সুরেশ রায়না ও এম এ ধোনির পরই হাসি চেন্নাই দলের সবচেয়ে বেশি রান সংগ্রহকারী।

আরও পড়ুন-অনুব্রতর 'আদর' মন্তব্যের জবাব দিলেন লকেট 

চেন্নাইয়ের পক্ষে জারি করা এক বিবৃতিতে হাসি জানিয়েছেন, “চেন্নাইয়ের কোচ নির্বাচিত হওয়ায় আমি উত্তেজিত। খোলোয়াড়দের মধ্যে থেকে সেরা খেলাটা বের করে আনার চেষ্টা করব। চেন্নাইয়ের পক্ষে খেলার সময়ে আমার বেশকিছু ভালো অভিজ্ঞতা হয়েছে। অনেক গ্রেট প্লেয়ারদের সঙ্গে খেলেছি। চেন্নাইয়ের সমর্থকরাও তাদের দলকে ফিরে পেয়ে খুশি হবেন আশাকরি।”

.