IND vs WI:বুধবার ভাইজাগে ডু অর ডাই ম্যাচ কোহলিদের
ভারতের কাছে শেষ নটি সিরিজ হারতে হয়েছে ক্যারিবিয়ানদের।
নিজস্ব প্রতিবেদন: বুধবার ভাইজাগে ভারতের সামনে ক্যারিবিয়ান চ্যালেঞ্জ। বলা ভাল বিরাট কোহলিদের ডু অর ডাই ম্যাচ। তিন ম্যাচের একদিনের সিরিজে প্রথম ম্যাচ হেরে চাপে টিম ইন্ডিয়া। তাই বুধবার ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে ভারত।
আরও পড়ুন- ভুবনেশ্বর কুমারের 'চোট রহস্য' উদ্ধারে আসরে বোর্ড সচিব
চেন্নাইতে ২৮৮ রান অনায়াসে তাড়া করে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। চেন্নাইয়ের মন্থর উইকেটে একটা উইকেটও পাননি কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজারা। অলরাউন্ডার শিবম দুবেও দাগ কাটতে ব্যর্থ হয়েছেন। তাই বুধবারের ম্যাচে ফোকাস থাকবে ভারতীয় বোলারদের উপর। ভাইজাগের ব্যাটিং সহায়ক উইকেটে একটি অতিরিক্ত বোলার খেলাতে পারেন বিরাট কোহলি। প্রথম একাদশে সুযোগ পেতে পারেন শার্দুল ঠাকুর এবং যুজবেন্দ্র চাহল।
Look who's here pic.twitter.com/Ex7aknjDBn
— BCCI (@BCCI) December 17, 2019
চেন্নাইয়ে ভারতের টপ অর্ডার ব্যর্থ হয়েছিল। অবশ্য তাতে চিন্তিত নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু যেভাবে ঋষভ পন্থ সেদিন ব্যাট করেছেন তাতে তাঁকে নিয়ে স্বস্তিতে দল। অন্যদিকে ভাইজাগে ম্যাচ জিতে সিরিজ জেতার লক্ষ্য নিয়েই নামবে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের কাছে শেষ নটি সিরিজ হারতে হয়েছে ক্যারিবিয়ানদের। এবার ভারতের জয়ের রথ থামানোই লক্ষ্য পোলার্ডদের।