India vs West Indies:রাজকোটে টস জিতে ব্যাটিং ভারতের, টেস্ট অভিষেক পৃথ্বি শ-র

বৃহস্পতিবার সকালে পৃথ্বির হাতে ২৯৩ নম্বর টেস্ট ক্যাপ তুলে দিলেন অধিনায়ক বিরাট কোহলি।

Updated By: Oct 4, 2018, 09:29 AM IST
India vs West Indies:রাজকোটে টস জিতে ব্যাটিং ভারতের, টেস্ট অভিষেক পৃথ্বি শ-র

নিজস্ব প্রতিবেদন : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রাজকোটে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এক দিন আগেই ১২ সদস্যের নাম ঘোষনা করে দিয়েছিল বিসিসিআই- বিরাট কোহলি (অধিনায়ক),কে এল রাহুল, পৃথ্বি শ, চেতেশ্বর পূজারা, আজিঙ্কে রাহানে,ঋষভ পন্থ, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা,কুলদীপ যাদব, মহম্মদ শামি, উমেশ যাদব এবং শার্দুল ঠাকুর।  প্রথম একাদশে অবশ্য জায়গা হয়নি শার্দুল ঠাকুরের।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট অভিষেক হচ্ছে ওপেনার পৃথ্বি শ। বৃহস্পতিবার সকালে পৃথ্বির হাতে ২৯৩ নম্বর টেস্ট ক্যাপ তুলে দিলেন অধিনায়ক বিরাট কোহলি।

 

অন্যদিকে কেমার রোচ দেশে ফিরে যাওয়ায় ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হচ্ছে শেরমন লিউইস। তাঁর হাতে টেস্ট ক্যাপ তুলে দেন ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপ।   

.