India vs Western Australia: প্রথম প্রস্তুতি ম্যাচে ১৩ রানে জয়ী ভারত, পারথে ঝলসালেন কারা?

টি-২০ বিশ্বকাপে নামার আগে ভারত চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সোমবার অর্থাৎ আজ প্রথম গা ঘামানোর ম্যাচে রোহিত শর্মারা ১৩ রানে জিতলেন।

Updated By: Oct 10, 2022, 04:27 PM IST
India vs Western Australia: প্রথম প্রস্তুতি ম্যাচে ১৩ রানে জয়ী ভারত, পারথে ঝলসালেন কারা?
প্রথম প্রস্তুতি ম্যাচেই জিতল ভারত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যালেন্ডার বলছে হাতে আর ঠিক ১৩ দিন। তারপরেই মাঠে নামবে টিম ইন্ডিয়া (Team India)। আগামী ২৩ অক্টোবর 'মাদার অফ অল ব্যাটেল' দিয়েই ভারতের বিশ্বকাপ অভিযান শুরু। চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। মেলবোর্নে মুখোমুখি দুই দল। আয়োজক দেশে দিন ১৬-১৭ আগে চলে আসার নেপথ্যে টিম ম্যানেজমেন্টের নির্দিষ্ট ভাবনাই রয়েছে। ভারতীয় দলে যাঁরা, সে অর্থে অস্ট্রেলিয়ায় আগে খেলেনি, তাদের বিদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সময় দিচ্ছে টিম। বিশ্বকাপের নেট প্রস্তুতি সেরে নেওয়ার জন্য় ভারত চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে বলে ঠিক হয়েছে। সোমবার অর্থাৎ আজ ওয়াকায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Western Australia) প্রথম প্রস্তুতি ম্যাচ খেললেন রোহিত শর্মারা (Rohit Shrama)। প্রথম ম্যাচেই ১৩ রানে জিতল ভারত। 

এদিন ওয়াকায় ভারত প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে। ব্যাট হাতে ঝলসান দুরন্ত ছন্দে থাকা সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ডিয়া। সূর্য ৩৫ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনটি চার ও তিনটি ছয় হাঁকান তিনি। হার্দিকের ব্যাট থেকে আসে ২০ বলে ২৯। বল হাতে ঝলসালেন অর্শদীপ সিং। তিন ওভার বল করে ছয় রানে তুলে নিলেন তিন উইকেট। যুজবেন্দ্র চাহাল ১৫ রানে দুই উইকেট নিয়েছেন। ২৬ রানে দুই উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার। এরপর ১২ অক্টোবর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের প্রস্তুতি ম্য়াচ খেলবে ভারত। এরপর আবার ১৭ ও ১৯ অক্টোবর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত প্রস্তুতি ম্যাচ খেলবে। যেই ম্যাচগুলির আয়োজক আইসিসি।

আরও পড়ুন: Virat Kohli, India's Practice Match: ফ্যানদের আবদার মিটিয়ে অকাতরে অট্রোগ্রাফ বিলোলেন কোহলি

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

 October 10, 2022

বিশ্বকাপে ভারত আছে গ্রুপ 'টু'তে। এই গ্রুপে রয়েছেন পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও দু'টি কোয়ালিফায়ার্স দল। পাকিস্তানের বিরুদ্ধে খেলার পর ভারত ২৭ অক্টোবর সিডনিতে খেলবে এক কোয়ালিফায়ারের বিরুদ্ধে। এরপর ৩০ অক্টোবর পারথে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত। রোহিতরা চতুর্থ ম্যাচ খেলবেন বাংলাদেশের বিরুদ্ধে। ২ নভেম্বর সেই ম্যাচ অ্যাডিলেডে। এর ঠিক চারদিন পর ভারত খেলবে ৬ নভেম্বর। সেদিনও ভারতের মুখোমুখি অন্য এক কোয়ালিফায়ার দল। ম্যাচ মেলবোর্নে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.