ব্রোঞ্জ জিতে ব্যাডমিন্টনে এশিয়াডে পদকের খরা কাটল ভারতের
এশিয়াড ব্যাডমিন্টনে ২৮ বছরের পদক খরা কাটাল ভারত। তবে ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হল সাইনা নেহওয়ালদের। সেমিফাইনালে মহিলাদের দলগত বিভাগে কোরিয়ার কাছে ১-৩ ম্যাচে হেরে যায় ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল। প্রথম ম্যাচে তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে ভারতকে লিড এনে দেন সাইনা নেহওয়াল।
ওয়েব ডেস্ক: এশিয়াড ব্যাডমিন্টনে ২৮ বছরের পদক খরা কাটাল ভারত। তবে ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হল সাইনা নেহওয়ালদের। সেমিফাইনালে মহিলাদের দলগত বিভাগে কোরিয়ার কাছে ১-৩ ম্যাচে হেরে যায় ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল। প্রথম ম্যাচে তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে ভারতকে লিড এনে দেন সাইনা নেহওয়াল।
কিন্তু সেই অ্যাডভান্টেজ কাজে লাগাতে পারেননি পি ভি সিন্ধুরা। শেষ ম্যাচে তুলসিকেও হার মানতে হয় কোরিয়ান প্রতিপক্ষের কাছে। দলগত বিভাগে ভারতকে সোনা এনে দিতে না পারলেও সিঙ্গলসে ইভেন্টে সবার চোখ থাকবে সাইনা আর সিন্ধুর দিকে।
অন্যদিকে, স্কোয়াশে জোড়া পদক নিশ্চিত করলেন ভারতের দীপিকা পাল্লিকাল আর শীর্ষবাছাই সৌরভ ঘোষাল। তাঁর ডাবলস পার্টনার জোত্স্না চিনাপ্পাকে হাড্ডাহাড্ডি ম্যাচে হারিয়ে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে জায়গা করে নেন দীপিকা পাল্লিকাল। মহিলাদের সিঙ্গলস ইভেন্টে এটাই ভারতের প্রথম এশিয়ান গেমস পদক। অন্যদিকে, এক ঘণ্টারও কম সময়ে পাকিস্তানের ইকবাল নাসিরকে হারিয়ে পুরুষদের সিঙ্গলস সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেন সৌরভ ঘোষাল। মাত্র আটান্ন মিনিটে ম্যাচ জিতে নেন তারকা এই স্কোয়াশ খেলোয়াড়।