ICC World Cup 2019: রোহিতের সেঞ্চুরি, চাহলের ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু টিম ইন্ডিয়ার
মাত্র ২২৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ৮ রানে শিখর ধাওয়ানকে হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া।
নিজস্ব প্রতিবেদন : রোহিত শর্মার অপরাজিত শতরানে ভর করে প্রোটিয়া বাধা টপকালো টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করল বিরাট কোহলির দল। শুরুতে বল হাতে আগুন ঝরালেন জশপ্রীত বুমরাহ। সঙ্গে যুজবেন্দ্র চাহলের চার উইকেট। আর শেষ বেলায় জোড়া ধাক্কা দিলেন ভুবনেশ্বর কুমার। দক্ষিণ আফ্রিকাকে মাত্র ২২৭ রানে আটকে দিয়ে বোলাররাই আসল কাজটা করে দেন।
বুধবার সাউদাম্পটনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসি। শুরুতেই বুমরাহর জোড়া ধাক্কায় প্যাভিলিয়নে ফিরে যান হাসিম আমলা(৬) এবং কুইন্টন ডি'কক(১০)। এরপর ফাফ দু প্লেসি ও ভান দের দুসেন ধরে খেলতে থাকেন। কিন্তু যুজবেন্দ্র চাহলের শিকার হন দুজনেই। দু প্লেসি করেন ৩৮ আর দুসেন করেন ২২ রান। জেপি দুমিনিকে(৩) দ্রুত সাজঘরে ফেরান কুলদীপ যাদব। ডেভিড মিলার(৩১) আর ফেলুকাওয়া(৩৪) কিছুটা চেষ্টা করলেও তাঁদের প্যাভিলিয়নে ফেরান ফের সেই চাহল। এরপর শেষ দিকে ক্রিস মরিস আর কাগিসো রাবাডা জুটি দক্ষিণ আফ্রিকার রানকে দুশোর গণ্ডি টপকাতে সাহায্য করে। ৩৪ বলে ৪২ রান করে আউট হন ক্রিস মরিস। ৩৫ বলে ৩১ রানে অপরাজিত থাকেন রাবাডা। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে যুজবেন্দ্র চাহল ৫১ রান দিয়ে নিলেন চার উইকেট। ২টি করে উইকেট নেন বুমরাহ আর ভুবনেশ্বর কুমার। একটি উইকেট নেন কুলদীপ যাদব।
What a start to #CWC19 for India! A brilliant Rohit Sharma carries his bat to lead a six-wicket win!
South Africa slip to their third straight loss in the tournament. Is there a way back for them from here? #SAvIND SCORECARD https://t.co/BRFVfISGgy pic.twitter.com/c4FNsSSF8S
— ICC (@ICC) June 5, 2019
মাত্র ২২৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ৮ রানে শিখর ধাওয়ানকে হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। রাবাডা-মরিসরা তখন সাউদাপ্টনে দাপট দেখাচ্ছেন। শুরুতে বড় নড়বড়ে দেখাচ্ছিল রোহিত শর্মাকেও। উইকেটে একটু থিথু হলেও ১৮ রানে ফিরে যান ভারত অধিনায়ক বিরাট কোহলি। চার নম্বরে নেমে ২৬ রানে ফিরলেন লোকেশ রাহুলও। তবে একদিকে ধরে খেলতে থাকেন রোহিত শর্মা। ১২৮ বলে করলেন শতরান। একদিনের ক্রিকেটে ২৩ নম্বর সেঞ্চুরি রোহিতের। আর বিশ্বকাপে এটি দ্বিতীয় শতরান হিটম্যানের।
A wonderful innings from Rohit Sharma!
His 23rd ODI century and second in World Cup cricket #SAvIND #TeamIndia #CWC19 pic.twitter.com/OLXQlCVqCH
— Cricket World Cup (@cricketworldcup) June 5, 2019
ভারতের জয় প্রায় নিশ্চিত করেই আউট হলেন মহেন্দ্র সিং ধোনি। করেন ৩৪ রান। এরপর হার্দিক পাণ্ডিয়া বাকি কাজটা করে দেন। ১১ রানে অপরাজিত থাকেন হার্দিক। ১৪৩ বলে ১২১ রানে অপরাজিত থাকেন রোহিত শর্মা। ১৩টি চার ও ২টি ছক্কায় সাজানো হিটম্যানের শতরানের ইনিংস। ১৫ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে রাবাডা ২টি, মরিস ও ফেলুকাওয়া একটি করে উইকেট নেন। ইংল্যান্ড, বাংলাদেশের পর ভারতের কাছে হারল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের প্রথম তিন ম্যাচ হেরে ব্যাকফুটে ফাফ দু প্লেসির দল।
আরও পড়ুন - ICC World Cup 2019: ভাইজানের গানে নেচে ভাইরাল রশিদ-শাহজাদ! দেখুন ভিডিয়ো