মিতালির রাজে কিউইয়েদর হারিয়ে সিরিজে সমতায় ফিরল ভারত
নিউজিল্যান্ড-২২০, ভারত-২২১/২(৪৪.২ ওভার)
ভারত জয়ী ৮ উইকেটে
ওয়েব ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে প্রথম ভারতীয় মহিলা ব্যাটসম্যান হিসেবে পাঁচ হাজার রানের কীর্তি গড়ার দিনে দেশকে দারুণ জয় এনে দিলেন অধিনায়ক মিতালি রাজ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে মিতালির অপরাজিত ৮১ রানের সুবাদে ভারতের মেয়েরা হারিয়ে দিল নিউজিল্যান্ডকে। এই জয়ের সুবাদে সিরিজে ২-২ করলেন মিতালি, ঝুলনরা। বুধবার শেষ তথা পঞ্চম ম্যাচে সিরিজের ফয়সালা হবে।
পরপর দুটো ম্যাচে হারের চাপ নিয়ে এদিন খেলতে নেমেছিল মিতালিরা। ম্যাচ হারলেই সিরিজ খোয়াতে হবে এমন শর্তে খেলতে নেমে একটা সময় বেশ চাপে পড়ে গিয়েছিলেন ভারতীয় বোলাররা। তবে শেষ অবধি ২২০ রানে অল আউট করা সম্ভব হয় কিউইদের। জবাবে ব্যাট করতে নেমে ৪৯ রানে এক উইকেট হারানোর পর মিতালি-স্মৃতি জুটি দেশকে জয়ের দোরগড়ায় পৌঁছে দেন। দ্বিতীয় উইকেটে মিতালি-স্মৃতি যোগ করেন ১২৪ রান। স্মৃতি মানধনা করেন ৬৬ রান। বল হাতে রাজেশ্বরী গায়কোয়েড় ২৫ রানে ৩ উইকেট নেন।
ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সেরা রানসংগ্রহকারীদের তালিকায় বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে এখন মিতালি (৫০১৮)। মিতালির সামনে এখন শুধু ইংল্যান্ডের শার্লেট এডওয়ার্ডস (৫৮১২ রান)।