লঙ্কায় অগ্নিকাণ্ড অশ্বিনের, অধিনায়ক বিরাটের প্রথম টেস্ট জয়

৩৯৮ দিন পর টেস্ট ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কাকে ২৭৮ রানে হারিয়ে পি সারা ওভালে ঐতিহাসিক টেস্ট জয় ভারতের। বিদেশের মাটিতে ভারত শেষ টেস্ট জিতেছিল ১৭ জুলাই। লর্ডসে ইংল্যান্ডকে হারিয়ে ব্রিটেনের মাটিতে তেরঙ্গা ঝাণ্ডা উড়িয়েছিল ধোনি ব্রিগেড। এবার লঙ্কায় অগ্নিকাণ্ড ঘটিয়ে জয় হাসিল করে নিল বিরাটের ভারত। অধিনায়ক হিসেবে এটাই বিরাট কোহলির প্রথম জয়। দ্বিতীয় টেস্টে জিতে সিরিজে সমতা ফেরাল ভারত। তিন ম্যাচের সিরিজে ভারত ১, শ্রীলঙ্কা ১। শেষ ম্যাচ যে জিতবে, সিরিজ তার।  

Updated By: Aug 24, 2015, 01:51 PM IST
লঙ্কায় অগ্নিকাণ্ড অশ্বিনের, অধিনায়ক বিরাটের প্রথম টেস্ট জয়

ওয়েব ডেস্ক: ৩৯৮ দিন পর টেস্ট ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কাকে ২৭৮ রানে হারিয়ে পি সারা ওভালে ঐতিহাসিক টেস্ট জয় ভারতের। বিদেশের মাটিতে ভারত শেষ টেস্ট জিতেছিল ১৭ জুলাই। লর্ডসে ইংল্যান্ডকে হারিয়ে ব্রিটেনের মাটিতে তেরঙ্গা ঝাণ্ডা উড়িয়েছিল ধোনি ব্রিগেড। এবার লঙ্কায় অগ্নিকাণ্ড ঘটিয়ে জয় হাসিল করে নিল বিরাটের ভারত। অধিনায়ক হিসেবে এটাই বিরাট কোহলির প্রথম জয়। দ্বিতীয় টেস্টে জিতে সিরিজে সমতা ফেরাল ভারত। তিন ম্যাচের সিরিজে ভারত ১, শ্রীলঙ্কা ১। শেষ ম্যাচ যে জিতবে, সিরিজ তার।  

আগ্রাসনেই জয় হাসিলের পথে ভারত, দ্বিতীয় টেস্ট জিততে ভারতের দরকার ছিল ৮টি উইকেট। ৭২ রানে ২ উইকেট হারিয়ে ব্যাকফুটে থেকেই চতুর্থ দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। শুরু থেকেই ভারত চাপ তৈরি করেছিল আয়োজক দেশ শ্রীলঙ্কার ওপর। অশ্বিন এবং অমিত মিশ্রের মিশ্রণে কার্যত মাথা তুলেই দাঁড়াতে পারেনি ম্যাথিউসরা। মাত্র ৭২ রানেই গুটিয়ে যায় গোটা দল। ৪৩.৪ বলে ১৩৪ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ৫ উইকেট নেন রবীন্দ্রচন্দ্রন অশ্বিন।

.