উদ্বোধনের আগেই লড়াইয়ে ভারতীয় তীরন্দাজরা

অলিম্পিকের উদ্বোধনের আগেই লড়াইয়ে নেমে পড়ছেন ভারতীয় তীরন্দাজি দল। র‌্যাঙ্কিং রাউন্ড দিয়ে মহিলা ও পুরুষ দুই বিভাগেই লড়াইয়ে নামছেন ভারতীয় তীরন্দাজরা। তার আগে প্রস্তুতির ফাঁকে ভারতীয় মহিলা দলের দুই সদস্য চেকোরভালু সুরু ও বোম্বেলা দেবী জানান, তাঁরা প্রথম রাউন্ডে সফল হওয়ার ব্যাপারে আশাবাদী।

Updated By: Jul 27, 2012, 01:05 PM IST

অলিম্পিকের উদ্বোধনের আগেই লড়াইয়ে নেমে পড়ছেন ভারতীয় তীরন্দাজি দল। র‌্যাঙ্কিং রাউন্ড দিয়ে মহিলা ও পুরুষ দুই বিভাগেই লড়াইয়ে নামছেন ভারতীয় তীরন্দাজরা। তার আগে প্রস্তুতির ফাঁকে ভারতীয় মহিলা দলের দুই সদস্য চেকোরভালু সুরু ও বোম্বেলা দেবী জানান, তাঁরা প্রথম রাউন্ডে সফল হওয়ার ব্যাপারে আশাবাদী।
অলিম্পিকে ভারতের পদক জয়ের সম্ভবনার মধ্যে অন্যতম ইভেন্ট তীরন্দাজি। সবার নজর বিশ্বের একনম্বর তারকা ভারতের দীপিকা কুমারির দিকে। ব্যাক্তিগত বিভাগ ছাড়াও দীপিকা নামছেন দলগত ইভেন্টেও। যেখানে তাঁর দুই সঙ্গী চেকরোভাবলু সুরু ও বোম্বেলা দেবী। পাহাড়ি দুই কন্যার উপর অনেকটাই নির্ভর করছে তীরন্দাজিতে মহিলাদের দলগত বিভাগে পদক জয়। তবে এই দুই তীরন্দাজকে চিন্তায় রেখেছে লন্ডনের আবহাওয়া। হাওয়া যেভাবে লর্ডসে দিকবদল করছে, তার সঙ্গে এখন মানিয়ে নেওয়াই বড় চ্যালেঞ্জ তাঁদের কাছে।
 
পুরুষ বিভাগেই লড়াইয়ে নামছেন রাহুল ব্যানার্জি, তরুণদীপ রাই, জয়ন্ত তালুকদাররা। এরাজ্যে পদক আসার আশায় সকলের নজর রাহুলের দিকেই।

.