Tokyo Olympics 2020: দক্ষিণ কোরিয়ার কাছে হেরেই বিদায় ভারতের তীরন্দাজির পুরুষ দলের
কোয়ার্টার ফাইনালে উঠেও আর এগোতে পারলেন না অতনুরা।
নিজস্ব প্রতিবেদন: মহাশক্তিধর দক্ষিণ কোরিয়ার কাছে হেরেই টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics 2020) থেকে বিদায় নিল ভারতের তীরন্দাজির পুরুষ দল। সোমবার চলতি অলিম্পিক্সের চতুর্থ দিনের সকালে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ভিন্ন ফলাফলের সাক্ষী থাকল টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: Tokyo 2020: তীরন্দাজির কোয়ার্টার ফাইনালে ভারত, এবার লড়াই দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে
Korea will take on Japan in the first men’s team semifinal at the @Olympics. Now to decide the line-up in the second.#ArcheryatTokyo #archery pic.twitter.com/gTnwE0HpQV
(@worldarchery) July 26, 2021
তরুণদীপ রাই, অতনু দাস ও প্রবীণ যাদবের ত্রিফলা কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। কিন্তু শেষ আটে ভয়ঙ্কর দক্ষিণ কোরিয়া ৬-০ হারিয়ে দিল অতনু-তরুণদীপ ও প্রবীণদের। দক্ষিণ কোরিয়া কোয়ার্টারে ফেভারিট হয়েই নেমেছিল। কিন্তু ভারতের বিরুদ্ধে তাদের লড়াইটা সেভাবে হলো না। তবে অতনুদের এত দূরের যাত্রাটার জন্যই অনেকে তারিফ করছেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)