Indian Cricket: দক্ষিণ আফ্রিকা সফরে বাংলার Abhimanyu Easwaran, Ishan Porel

ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বিরাট কোহলির ভারত। 

Updated By: Nov 9, 2021, 10:30 PM IST
Indian Cricket: দক্ষিণ আফ্রিকা সফরে বাংলার  Abhimanyu Easwaran, Ishan Porel
অভিমন্যুর সঙ্গে এ বার বিদেশ সফরে ইশান। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ঘরোয়া ক্রিকেটে লাগাতার ভাল পারফরম্যান্সের সুবাদে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় এ দলে জায়গা করে নিলেন বাংলার (Team Bengal) অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) ও ইশান পোড়েল (Ishan Porel)। চলতি নভেম্বরে দক্ষিণ আফ্রিকা এ (South Africa A) দলের বিরুদ্ধে তিনটি চারদিনের ম্যাচ খেলবে ভারতীয় এ (India A) দল। সেই দলকে নেতৃত্ব দেবেন গুজরাতের ওপেনার প্রিয়ঙ্ক পাঞ্চাল। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল বেছে নেওয়ার সময়, ১৪ জনের ভারতীয় এ দলও বেছে নেওয়া হয়েছে। সেই দলেই সুযোগ পেলেন অভিমন্যু ও  ইশান। 

চলতি সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি (Syed Mushtaq Ali T20) প্রতিযোগিতায় তেমন ছন্দে ছিলেন না পৃথ্বী শাহ। এর মধ্যে আবার ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। সেখানে গিয়ে তিনটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও চারটি  টি-টোয়েন্টি খেলবে ভারত। তাই দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে মুম্বইয়ের এই ওপেনারকে দলে নেওয়া হল। বিশ্বকাপ দলে থাকা স্পিনার রাহুল চাহারও দক্ষিণ আফ্রিকা উড়ে যাবেন। 

আরও পড়ুন: Syed Mushtaq Ali T20: অলরাউন্ড পারফরম্যান্স, শক্তিশালী কর্নাটককে সাত উইকেটে হেলায় হারিয়ে নক-আউটে বাংলা

 

এছাড়া আইপিএল-এ (IPL) আগুনে পেসে বোলিং করা উমরান মালিক দক্ষিণ আফ্রিকা সফরের জন্য এ-দলে সুযোগ পেয়েছেন। এছাড়া দেবদূত পাডিক্কাল, সরফরাজ খান, কৃষ্ণাপ্পা গৌতম, নভদীপ সাইনির মতো ক্রিকেটাররাও এ-দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় উড়ে যাবেন।

আগামী ২৩ নভেম্বর, ২৯ নভেম্বর ও ৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে তিনটি চারদিনের ম্যাচ খেলবে ভারতীয় এ দল। সবকটা ম্যাচ ব্লুমফেন্টনে আয়োজিত হবে। 

ভারতীর-এ দল: প্রিয়ঙ্ক পাঞ্চাল (অধিনায়ক), পৃথ্বী শাহ, অভিমন্যু ঈশ্বরণ, দেবদূত পাডিক্কাল, সরফরাজ খান, বাবা অপরাজিত, উপেন্দ্র যাদব (উইকেটকিপার), কৃষ্ণাপ্পা গৌতম, রাহুল চাহার, সৌরভ কুমার, নভদীপ সাইনি, উমরান মালিক, ইশান পোড়েল, আর্জান নাগওয়াসওয়ালা।

.