বিধ্বস্ত অবস্থায় ফিরল ভারতীয় ক্রিকেট দল

অস্ট্রেলিয়া থেকে রীতিমত বিধ্বস্ত অবস্থায় ফিরল ভারতীয় ক্রিকেট দল। টেস্টে হোয়াইট ওয়াশের পর একদিনের সিরিজেও ফাইনালে উঠতে ব্যর্থ হয় ভারত। এর সাথে অধিনায়ক ধোনি এবং সহঅধিনায়ক সেওয়াগের বিবাদে বোর্ডের রোষানলে পড়ে গোটা দল।

Updated By: Mar 4, 2012, 10:33 AM IST

অস্ট্রেলিয়া থেকে রীতিমত বিধ্বস্ত অবস্থায় ফিরল ভারতীয় ক্রিকেট দল। টেস্টে হোয়াইট ওয়াশের পর একদিনের সিরিজেও ফাইনালে উঠতে ব্যর্থ হয় ভারত। এর সাথে অধিনায়ক ধোনি এবং সহঅধিনায়ক সেওয়াগের বিবাদে বোর্ডের রোষানলে পড়ে গোটা দল।
অস্ট্রেলিয়া থেকে এই ব্যর্থতা নিয়ে শনিবার রাতে মুম্বই ফিরলেন সচিন তেন্ডুলকর, জাহির খান সহ সাতজন ক্রিকেটার। সচিনদের সঙ্গে একই বিমানে আসেন দলের সাপোর্ট স্টাফরাও। রবিবার দুপুরে দেশে ফিরছেন মহেন্দ্র সিং ধোনি, সেওয়াগ সহ ৭ ক্রিকেটার। ইরফান পাঠান ও পার্থিব প্যাটেল রবিবার দেশে ফেরার বিমানে উঠবেন।

.