শ্রীলঙ্কায় সুইমিং পুলে ডুবে মৃত্যু ভারতীয় ক্রিকেটারের

Updated By: Sep 7, 2017, 11:43 AM IST
শ্রীলঙ্কায় সুইমিং পুলে ডুবে মৃত্যু ভারতীয় ক্রিকেটারের

ওয়েব ডেস্ক: সুইমিং পুলে ডুবে মৃত্যু হল অনুর্ধ্ব ১৭ ভারতীয় দলের ক্রিকেটারের। শ্রীলঙ্কান মিডিয়া সূত্রের খবর, বছর বারোর ওই ক্রিকেটার মঙ্গলবার তার ৪ সতীর্থ ক্রিকেটারের সঙ্গে সুইমিং পুল সেশনে নেমেছিল। তখনই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। গুজরাটের ওই নবীন ক্রিকেটারকে সুইমিং পুল থেকে উদ্ধার করে যখন পামুনুগামা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় হতচকিত অনুর্ধ্ব ১৭ ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজমেন্ট। পামুনুগামার যে হোটেলে অনুর্ধ্ব ১৭ ভারতীয় দলের ক্রিকেটারদের রাখা হয়েছে, সেখানকার ম্যানেজমেন্টও এই গোটা ঘটনায় হতভম্ব। এই ঘটনার খবর পেয়েই পামুনুগামার হোটেলে পৌঁছয় শ্রীলঙ্কার পুলিস। বছর বারোর ওই ক্রিকেটারের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রাগামা হাসপাতালে, জি নিউজ সূত্রে খবর।

পামুনুগামার হোটেলে যেখানে একসঙ্গে রাখা হয়েছে অনুর্ধ্ব ১৭-র ওই ১৯ জন ভারতীয় ক্রিকেটারকে, সেখানে কীভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা? নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে ক্রিকেট মহল। চার জন ক্রিকেটার যখন পুল সেশন করছেন তখন কোথায় ছিলেন দলের কোচিং স্টাফরা? কেন ছিল না লাইভ সেভার? এই সমস্ত একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে  শ্রীলঙ্কার পুলিস। আরও পড়ুন- 'অভদ্র' পোশাক পরে কেন ক্লিভেজ দেখাচ্ছেন? ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালিকে আক্রমণ

.