Virat Kohli 34th Birthday: কোহলির ৩৪তম জন্মদিনে সেমি ফাইনালে যাওয়ার শপথ নিচ্ছে টিম ইন্ডিয়া

৪ ম্যাচে ২২০ রান করে এই মুহূর্তে প্রতিযোগিতার শীর্ষে রয়েছেন বিরাট। সঙ্গে রয়েছে তিনটি অর্ধ শতরান। গড় ২২০.০০। স্ট্রাইক রেট ১৪৪.৭৩। সর্বোচ্চ ৫৩ বলে অপরাজিত ৮২ রান।

Updated By: Nov 4, 2022, 05:55 PM IST
Virat Kohli 34th Birthday: কোহলির ৩৪তম জন্মদিনে সেমি ফাইনালে যাওয়ার শপথ নিচ্ছে টিম ইন্ডিয়া
এভাবেই সতীর্থদের সঙ্গে কেক কেটে জন্মদিন সেলিব্রেট করেন বিরাট কোহলি। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজলেই ৩৪ বছরে পা দেবেন বিরাট কোহলি (Virat Kohli 34th Birthday)। গ্রুপ-১'র শীর্ষে থাকা টিম ইন্ডিয়ার (Team India) এই মুহূর্তে দুটি টার্গেট। এক) জিম্বাবোয়েকে (Zimbabwe) উড়িয়ে সেমি ফাইনালের টিকিট অর্জনের পরিকল্পনা। দুই) এরপর জমিয়ে ফর্মের তুঙ্গে থাকা প্রাক্তন অধিনায়কের জন্মদিন পালন। বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে অ্যাডিলেডে ৫ উইকেটে জেতার পর শুক্রবার মেলবোর্নে পা রেখেছেন রোহিত শর্মা (Rohit Sharma)-সূর্য কুমার যাদবরা (Suryakumar Yadav)। ২৩ অক্টোবর পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে এই এমসিজি-র বাইশ গজেই ৪ উইকেটে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) অভিযান শুরু করেছিল 'মেন ইন ব্লু' ব্রিগেড। 

আরও পড়ুন: Virat Kohli, ICC T20 World Cup 2022: 'ওটা ১০০ শতাংশ ফেক ফিল্ডিং!' কোহলির বিরুদ্ধে 'বিরাট' বিস্ফোরণ ঘটালেন ভারতের প্রাক্তন ওপেনার

আরও পড়ুন: Rishabh Pant and Dinesh Karthik, ICC T20 World Cup 2022: পন্থের জায়গায় কেন কার্তিক? রোহিত-রাহুলদের ধুয়ে দিলেন ইয়ান চ্যাপেল

৪ ম্যাচে ২২০ রান করে এই মুহূর্তে প্রতিযোগিতার শীর্ষে রয়েছেন বিরাট। সঙ্গে রয়েছে তিনটি অর্ধ শতরান। গড় ২২০.০০। স্ট্রাইক রেট ১৪৪.৭৩। সর্বোচ্চ ৫৩ বলে অপরাজিত ৮২ রান। সেই মাঠেই জন্মদিনের সন্ধেবেলা সেই মাঠেই ফের নামতে চলেছেন 'কিং কোহলি'। সেই মাঠে নামার আগে ইতিমধ্যেই তাঁকে স্বাগত জানিয়েছেন একাধিক ভারতীয় সমর্থক। ভারতীয় দলকে এক ঝলক দেখার জন্য সমর্থকরা দল বেঁধে এসেছিলেন। বিরাটের জন্মদিনের আগে তারাও তাঁকে শুভেচ্ছা জানালেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.