ভারতীয় হকিতে গোষ্টীদ্বন্দ্ব অব্যাহত, অলিম্পিকের প্রস্তুতির জন্য মাঠ পেল না ভারতীয় দল

চ্যাম্পিয়ন্স লিগে মালয়েশিয়াকে পাঁচ-চার গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেলেন রাজপালরা। এর আগে ভারতীয় হকি দলের সাফল্য চীনে এশিয়ান চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়া। ভারতীয় হকিতে দুই সংস্থার গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যেও খেলোয়াড়দের ভাল পারফর্ম্যান্স অব্যহত।

Updated By: Dec 3, 2011, 04:47 PM IST

চ্যাম্পিয়ন্স লিগে মালয়েশিয়াকে পাঁচ-চার গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেলেন রাজপালরা। এর আগে ভারতীয় হকি দলের সাফল্য চীনে এশিয়ান চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়া। ভারতীয় হকিতে দুই সংস্থার গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যেও খেলোয়াড়দের ভাল পারফর্ম্যান্স অব্যহত।
কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু করেছে সন্দীপ, রাজপালদের এই পারফরম্যান্স আদৌ কতটা থাকবে। কারণ অলিম্পিকের আগে ভারতীয় হকিতে দুই সংস্থার গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হতে চলেছেন ভারতীয় হকি খেলোয়াড়রা। বিশ্ব হকি সিরিজ শুরু হওয়ার আগে থেকেই হকি ইন্ডিয়া এবং ভারতীয় হকি ফেডারেশনের গোষ্ঠিদ্বন্দ্বের প্রভাব এবার সরাসরি পড়ছে খেলোয়াড়দের উপর। যার নক্কারজনক চিত্র ধরা পড়ল ভারতীয় হকি দলের অলিম্পিকের প্রস্তুতি শিবির নিয়ে। পরিস্থিতি এতটাই জটিল যে অলিম্পিকের জন্য অনুশীলন শিবির করতে ভরত ছেত্রীরা স্টেডিয়াম পাচ্ছেন না। ইন্ডিয়ান হকি ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে বিশ্ব সিরিজের জন্য আগে থেকেই সরকারের কাছ থেকে তাঁরা ধ্যানচাঁদ স্টেডিয়াম নিয়ে নিয়েছিল। হকি ইন্ডিয়ার সচিবও সাইয়ের পক্ষ থেকে চিঠির প্রাপ্তির কথা জানিয়ছেন।  পাশাপাশি সচিব আরও জানিয়েছেন এটা সরকারী সিদ্ধান্ত। তাঁরা শিবিরকে আপাতত স্তগিত রেখেছেন। সরকারের পরবর্তি সিদ্ধান্তের দিকে তাঁকিয়ে আছেন তাঁরা। অলিম্পিকের জন্য ভারতীয় দলের পুরুষদের প্রস্তুতি শিবির শুরু হওয়ার কথা ছিল এগারই ডিসেম্বর এবং মহিলাদের সাতাশে ডিসেম্বর। কিন্তু বিশ্ব হকি সিরিজ শুরু সতেরোই ডিসেম্বর। যার ফলে হকির কর্মকর্তাদের গোষ্ঠীদ্বন্দ্বে অলিম্পিকের কোয়ালিফাইং রাউন্ডের আগে প্রস্তুতি শিবির বিশ বাঁও জলে। রাজপালরা চেয়েছিলেন পনেরোই ফেব্রুয়ারি অলিম্পিকের কোয়ালিফাইং রাউন্ড খেলতা নামার আগে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলতে। কিন্তু সেটাও প্রশ্নচিহ্নের মুখে। হকি প্রশাসনিক স্তরের গোষ্ঠীদ্বন্দ্ব যেভাবে খেলোয়াড়দের উপর প্রভাব ফেলেছে তাতে যথেষ্ট শঙ্কিত প্রাক্তন হকি খেলোয়াড়রা।  
 

.