অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে না দেশের পুরুষ হকি দল
রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় পুরুষ হকি দলকে দেখা যাবে না। পোশাকের সাইজ ঠিক না হওয়ায় শ্রীজেসদের এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকা অনিশ্চিত। অভিযোগের তির আইওএ-র দিকে।
ওয়েব ডেস্ক: রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় পুরুষ হকি দলকে দেখা যাবে না। পোশাকের সাইজ ঠিক না হওয়ায় শ্রীজেসদের এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকা অনিশ্চিত। অভিযোগের তির আইওএ-র দিকে।
আরও পড়ুন- অলিম্পিক বাড়াচ্ছে শরীরের দাম!
রিওতে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে নাও দেখা যেতে পারে ভারতের পুরুষ হকি দলকে। পোশাকের সাইজ ঠিক না হওয়ায় শ্রীজেশদের এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা গেছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন যে জার্সি পাঠিয়েছিল ভারতীয় পুরুষ হকি দলের জন্য তা খেলোয়াড়দের গায়ে হচ্ছে না।
ইমেল মারফত আইওসিকে অভিযোগও জানিয়েছেন ওল্টসম্যান। তাকে সমর্থন জানিয়েছেন ভারত অধিনায়ক শ্রীজেসও। তবে ভারতীয় দলের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এবিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে পুরুষ হকি দলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভারতের শ্যেফ দ্য মিশন রাকেশ গুপ্তা।