ভারতীয় হকির 'রোগ' অন্তর্দ্বন্দ্ব, কে হবে কোচ তাই ঠিক করতে পারছে না স্পেশাল কমিটি

ভারতীয় হকি দলের কোচ পল ভ্যান অ্যাসের সঙ্গে হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট নরিন্দার বাত্রার ঝামেলা অব্যাহত। এই বিতর্কের আরও একটু ঘি ঢেলে দিয়েছেন বাত্রা। তিনি জানিয়ে দিয়েছেন পল কোনও কোচই নন। তিনি আসলে একজন ম্যানেজার। এরপর আর পলের দায়িত্বে ফেরার আশা দেখছে না ভারতের ক্রীড়ামহল। সেক্ষেত্রে হকি দলের কোচের দায়িত্বে আসতে পারেন ওল্টসম্যান। শুক্রবার স্পেশাল কমিটি বৈঠকে বসবে পলের উত্তরসূরী ঠিক করতে। নরিন্দার বাত্রা জানিয়েছেন বেলজিয়ামে ওয়ার্ল্ড হকি লিগের সেমিফাইনালের দিন তার সঙ্গে পলের কথা কাটাকাটি হয়েছিল। কিন্তু তিনি কখনই এই ডাচ কোচকে তাড়িয়ে দেননি। বরং পল এই ঘটনার ভুল ব্যাখ্যা করেছেন। বাত্রা বলেন মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতের জয়ের পর তিনি কোচের অনুমতি নিয়েই খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছিলেন। এসবের পরও পল কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বলেন? বাত্রার সাফ কথা স্পেশাল কমিটি যদি পলকে ফিরিয়ে আনার কথা বলে তবে তিনি নিজে নেদারল্যান্ডসে গিয়ে তাকে নিয়ে আসবেন। তবে জানা গেছে পলের ফেরার আশা কম। 

Updated By: Jul 22, 2015, 05:58 PM IST
ভারতীয় হকির 'রোগ' অন্তর্দ্বন্দ্ব, কে হবে কোচ তাই ঠিক করতে পারছে না স্পেশাল কমিটি

ব্যুরো: ভারতীয় হকি দলের কোচ পল ভ্যান অ্যাসের সঙ্গে হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট নরিন্দার বাত্রার ঝামেলা অব্যাহত। এই বিতর্কের আরও একটু ঘি ঢেলে দিয়েছেন বাত্রা। তিনি জানিয়ে দিয়েছেন পল কোনও কোচই নন। তিনি আসলে একজন ম্যানেজার। এরপর আর পলের দায়িত্বে ফেরার আশা দেখছে না ভারতের ক্রীড়ামহল। সেক্ষেত্রে হকি দলের কোচের দায়িত্বে আসতে পারেন ওল্টসম্যান। শুক্রবার স্পেশাল কমিটি বৈঠকে বসবে পলের উত্তরসূরী ঠিক করতে। নরিন্দার বাত্রা জানিয়েছেন বেলজিয়ামে ওয়ার্ল্ড হকি লিগের সেমিফাইনালের দিন তার সঙ্গে পলের কথা কাটাকাটি হয়েছিল। কিন্তু তিনি কখনই এই ডাচ কোচকে তাড়িয়ে দেননি। বরং পল এই ঘটনার ভুল ব্যাখ্যা করেছেন। বাত্রা বলেন মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতের জয়ের পর তিনি কোচের অনুমতি নিয়েই খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছিলেন। এসবের পরও পল কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বলেন? বাত্রার সাফ কথা স্পেশাল কমিটি যদি পলকে ফিরিয়ে আনার কথা বলে তবে তিনি নিজে নেদারল্যান্ডসে গিয়ে তাকে নিয়ে আসবেন। তবে জানা গেছে পলের ফেরার আশা কম। 

 

.