ফিফা দুর্নীতির কারণে বাতিল ব্রাজিল-আর্জেন্টিনা প্রদর্শনী ম্যাচ
৫ সেপ্টেম্বর, ২০১৫ আমেরিকার সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ফুটবলের চির প্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার ফ্রেন্ডলি ম্যাচ। এই ফ্রেন্ডলি ম্যাচ ফুটবলের প্রচারক হবে বলেই মনে করেছিল আমেরিকা। আগাম ঘোষণা থাকলেও ফিফার পাহাড় প্রমাণ দুর্নীতির কারণে এই খেলা হচ্ছে না।
সাও পাওলো: ৫ সেপ্টেম্বর, ২০১৫ আমেরিকার সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ফুটবলের চির প্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার ফ্রেন্ডলি ম্যাচ। এই ফ্রেন্ডলি ম্যাচ ফুটবলের প্রচারক হবে বলেই মনে করেছিল আমেরিকা। আগাম ঘোষণা থাকলেও ফিফার পাহাড় প্রমাণ দুর্নীতির কারণে এই খেলা হচ্ছে না।
আর্জেন্টিনার ফুটবল ফেডারশেনের তরফ জানিয়ে দেওয়া হয়, ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফ্রেন্ডলি ম্যাচ আপাতত হচ্ছে না। আরও বলা হয় আর্জেন্টিনা ও ব্রাজিল ফ্রেন্ডলি ম্যাচের সম্প্রচারক সংস্থা যে কোম্পানি পেয়েছে তাদের বিরুদ্ধে ফিফা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আমেরিকার প্রশাসন ওই সংস্থা সহ আরও ১৪টি স্পোর্টস মার্কেটিং অফিসিয়ালসদের বিরুদ্ধে তদন্ত করছে।
তবে আমেরিকার তরফ থেকে এই ফ্রেন্ডলি ম্যাচটি করার জন্য যথাযথ চেষ্টা করা হচ্ছে বলে, দাবি মার্কিন ক্রীড়া সংস্থার।