লন্ডনে প্রস্তুতি টুর্নামেন্টে ভারতীয় হকি দল

অলিম্পিকের আগে লন্ডনে চার দেশীয় হকি টুর্নামেন্টে অংশ নেবে ভারত। অলিম্পিকের প্রস্তুতির জন্য এই টুর্নামেন্টকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ভারতীয় কোচ মাইকেল নবস। ১৮ সদস্য বিশিষ্ট ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন গোলরক্ষক ভরত ছেত্রী।

Updated By: Apr 10, 2012, 11:32 PM IST

অলিম্পিকের আগে লন্ডনে চার দেশীয় হকি টুর্নামেন্টে অংশ নেবে ভারত। অলিম্পিকের প্রস্তুতির জন্য এই টুর্নামেন্টকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ভারতীয় কোচ মাইকেল নবস। ১৮ সদস্য বিশিষ্ট ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন গোলরক্ষক ভরত ছেত্রী। বিশেষজ্ঞদের মতে, অলিম্পিকে খেলার আগে ভারতীয় হকি দলের কাছে প্রস্তুতির সূবর্ণ সুযোগ এনে দিয়েছে লন্ডনের এই চার দেশীয় হকি টুর্নামেন্ট।  ভারত ছাড়া টুর্নামেন্টে বাকি দলগুলি হল অস্ট্রেলিয়া, জার্মানি এবং ব্রিটেন। ভারত অলিম্পিকে অংশগ্রহণকারী দেশগুলির সঙ্গে খেলার পাশাপাশি নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ারও সুযোগ পাবে। অলিম্পিকের মত এই টুর্নামেন্টে নীল রংয়ের অ্যাস্ট্রোটার্ফ এবং হলুদ বলে খেলা হবে। ভরত ছেত্রীর নেতৃত্বাধীন ১৮ সদস্যের ভারতীয় দলের সহ-অধিনায়ক হবেন সর্দার সিং। তবে চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন যুবরাজ বালমিকি। চার দেশীয় হকি টুর্নামেন্ট আরম্ভ হবে মে মাসের ২ তারিখ থেকে। চলবে ৬ মে পর্যন্ত। অলিম্পিকের আগে এই টুর্নামেন্টকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন কোচ নবস খেলোয়াড়রা। কারণ, অলিম্পিকে কোয়ালিফাইং রাউন্ডের আগে এই ধরনের টুর্নামেন্ট খেলে যথেষ্ট উপকৃত হয়েছিল ভারতীয় দল।

.