ভারতীয় ফুটবলে অভিনবত্ব! চমক দিলেন জাতীয় কোচ ইগর স্টিমাচ
ভারতীয় ফুটবলে আগে যা কখনও হয়নি,তাই করে দেখালেন জাতীয় কোচ ইগর স্টিমাচ।
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ফুটবলে আগে যা কখনও হয়নি,তাই করে দেখালেন জাতীয় কোচ ইগর স্টিমাচ। আই লিগ ম্যাচের আগে ফেডারেশনের দল ইন্ডিয়ান অ্যারোজের ফুটবলারদের কোচিং করালেন সুনীলদের হেডস্যার।
ট্রাউ ম্যাচের আগে বৃহস্পতিবার সন্ধ্যেয় কুপারেজে অনুশীলনে নামার আগে বিক্রম প্রতাপরা জানতেই না যে তাদের অনুশীলন করাতে চলেছেন ইগর স্টিমাচ। জাতীয় কোচ অবশ্য আগে থেকেই তাঁর সহকারি ভেঙ্কটেশের সঙ্গে আলোচনা করে যাবতীয় পরিকল্পনা সেরে রেখেছিলেন।
.@stimac_igor conducts ‘surprise’ training session for Indian Arrows
Read more https://t.co/QTVUcGiypy#HeroILeague #IndianFootball #LeagueForAll pic.twitter.com/4BEXNEfcBJ
— Hero I-League (@ILeagueOfficial) March 6, 2020
অনুশীলনে পাসিং আর ফিনিশিংয়ের দিকে বাড়তি নজর ছিল ক্রোট কোচের। জাতীয় কোচের কাছে অনুশীলন করার সুযোগ পেয়ে একেবারে অভিভূত তরুণ ফুটবলার-রা। এর আগে কুপারেজে বসে অ্যারোজের তিনটে ম্যাচ দেখেছিলেন ইগর স্টিমাচ।
আরও পড়ুন - ভারতের বিরুদ্ধে খেলতে আমি ঘৃণা বোধ করি; ফাইনালে নামার আগে বিস্ফোরক অজি পেসার